ভাইরাল ভিডিও ভুলে রাজের জন্মদিনে সুনেরাহর বার্তা
শরীফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল
চিত্রনায়ক শরীফুল রাজ ও চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামালের সম্পর্ক নিয়ে গুঞ্জন কম হয়নি। বছর দুয়েক আগে তাদের কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। এ ভিডিওতে রাজের সঙ্গে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের বন্ধুত্বপূর্ণ আচরণ ও ‘অসংলগ্ন’ কিছু আলাপচারিতা রয়েছে।
এ ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে নেটিজেনরা সমালোচনায় মেতে উঠেন। তারপর চিত্রনায়ক শরীফুল রাজ ও সুনেরাহ বিনতে কামালকে আর একসঙ্গে দেখা যায়নি। এ দুই তারকার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ঘটনার শুরুতে তাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। দুই বছর আগের সেই অভিমান কী ঘুচল? এ প্রশ্ন এখন ভক্তদের। কারণ, মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজের জন্মদিন। বিশেষ এই দিনে ফেসবুকে রাজকে শুভেচ্ছা জানিয়েছেন সুনেরাহ।
রাজের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সুনেরাহ তার ফেসবুকে লিখেছেন, “শুভ জন্মদিন দোস্ত। তোর জন্য আরেকটি আশীর্বাদের বছর এগিয়ে আসুক, আশীর্বাদে কাটুক দিন। তুই দুর্দান্ত একজন অভিনেতা। প্রতিদিন তুই নিজের পথে একটু একটু করে এগিয়ে যা।”
রাজ-সুনেরাহ অভিনীত প্রথম সিনেমা ‘ন ডরাই’। এর বেশ আগে থেকেই তাদের বন্ধুত্ব।
ঢাকা/রাহাত/শান্ত