ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুখোমুখি জিতু-দিতিপ্রিয়া, রুদ্ধদ্বার বৈঠকে সংকট কী কাটল?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ১৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৯:৫৫, ১৮ নভেম্বর ২০২৫
মুখোমুখি জিতু-দিতিপ্রিয়া, রুদ্ধদ্বার বৈঠকে সংকট কী কাটল?

দিতিপ্রিয়া রায় ও জিতু কমল

কলকাতার জনপ্রিয় জুটি জিতু কমল ও দিতিপ্রিয়া রায়। রোমান্টিক ঘরানার ‘চিরদিনই তুমি যে আমার’ টিভি ধারাবাহিকে জুটি বেঁধে পরিচিতি পেয়েছেন তারা।  

কয়েক মাস আগে ব্যক্তিগত কারণে দ্বন্দ্বে  জড়ান জিতু-দিতিপ্রিয়া। সেই দ্বন্দ্ব পেশাগত জীবনে গড়িয়েছে। জিতুর সঙ্গে রোমান্টিক দৃশ্য করবেন না—এমন দাবি দিতিপ্রিয়ার। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনার ঝড় বইছে। কেবল তাই নয়, ধারাবাহিকটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

আরো পড়ুন:

এ পরিস্থিতিতে ধারাবাহিকটির ভবিষ্যৎ কী হতে চলেছে, তা নিয়েও চলছে নানা জল্পনা। জিতু-দিতিপ্রিয়ার মুখ দেখাদেখি বন্ধ হওয়ার উপক্রম থাকলেও গতকাল বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থা এসভিএফের অফিসে বৈঠকে বসেন সংশ্লিষ্টরা। আর তাতে মুখোমুখি হন এই দুই তারকা। 

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, গতকাল সময়মতো প্রযোজনা প্রতিষ্ঠানটির অফিসে হাজির হন জিতু-দিতিপ্রিয়া। প্রায় তিন ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক চলে। 

গতকালের বৈঠক নিয়ে জিতু কিংবা দিতিপ্রিয়া কেউই মুখ খুলেননি। তাহলে কী ধারাবাহিকটি বন্ধ হয়ে যাচ্ছে, না কি জিতু বা দিতিপ্রিয়ার বদলে অন্য কেউ যুক্ত হচ্ছেন? এ প্রশ্নের উত্তর অজানা।  

তবে এ বিষয়ে একটি সূত্র ভারতীয় গণমাধ্যমে জানিয়েছে, এ দিন কোনো সিদ্ধান্তই গৃহীত হয়নি। এমনকি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের যে আশার আলো দেখা যাচ্ছিল তাও নিরাশায় পরিণত হয়েছে। ঝামেলা মেটেনি। ধারাবাহিকের ভবিষ্যৎ স্থির হয়নি। মোট কথা, এই বৈঠকে কোনো সিদ্ধান্তই নিতে পারেননি সংশ্লিষ্টরা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়