ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আজ জন্মদিন তোমার’ গানের নেপথ্যের গল্প শোনালেন প্রিন্স মাহমুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২০ নভেম্বর ২০২৫  
‘আজ জন্মদিন তোমার’ গানের নেপথ্যের গল্প শোনালেন প্রিন্স মাহমুদ

শাফিন আহমেদ ও প্রিন্স মাহমুদ

বাংলাদেশে কারো জন্মদিন মানেই পরিচিত একটি সুর, একটি লাইন—‘আজ জন্মদিন তোমার…’। যে সুরে ভেসে ওঠে আনন্দ, শুভেচ্ছা, ভালোবাসা। দেশের প্রায় সব জন্মদিনের অনুষ্ঠানের প্লে-লিস্টে জায়গা নেওয়া এই গান যেন এক প্রজন্মের নস্টালজিয়া। আর সেই হৃদয়ছোঁয়া গানের নেপথ্যে রয়েছে মজার একটি গল্প, যা জানিয়েছেন নন্দিত সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ। 

প্রথমে গানটি তৈরি করা হয়েছিল জনপ্রিয় রক তারকা হাসানের জন্য। কিন্তু কীভাবে তার বদলে গানটি অলংকৃত হয় শাফিন আহমেদের কণ্ঠে? সেই স্মৃতি টেনে আনলেন প্রিন্স মাহমুদ নিজেই। 

আরো পড়ুন:

প্রিন্স মাহমুদ গণমাধ্যমে বলেন, “তখন তো আমি থিমভিত্তিক গান করতাম। ভাবলাম, একটা জন্মদিনের গান করি। লিখলাম, সুর করলাম। গানটি হাই নোটের। হাসানের জন্যই করেছিলাম। কিন্তু তার তখন অনেক গান হয়ে যাচ্ছে—তাই ঠিক করলাম, অন্য কাউকে দিয়ে গাওয়াই।” 

প্রথম বিকল্প ছিলেন ব্যান্ডশিল্পী বিপ্লব। কিন্তু তিনি পারলেন না। এরপরই মাথায় আসে শাফিন আহমেদের নাম। এসব তথ্য উল্লেখ করে প্রিন্স মাহমুদ বলেন, “শাফিন ভাইকে বললাম। তিনি দুদিন বাসায় প্র্যাকটিস করলেন। তারপর সিদ্ধেশ্বরীর চারু স্টুডিওতে এলেন। রেকর্ডিংয়ের সময় একটু কষ্ট হচ্ছিল, কিন্তু দুই-আড়াই ঘণ্টায় যে শক্তিশালী ভোকাল তিনি দিলেন, আমি নিজেই অবাক হয়ে গেলাম। এরপর ইতিহাস।” 

সাউন্ড গার্ডেনে নির্মিত সেই সংগীতায়োজনেই জন্ম নেয় দেশের অন্যতম জনপ্রিয় জন্মদিনের একটি গান; যা শিল্পীর নয়, হয়েছে সবার। শুধু এই গানই নয়, শাফিন আহমেদের কণ্ঠে প্রিন্স মাহমুদের আরো বেশ কিছু স্মরণীয় সৃষ্টি রয়েছে। 

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়