স্বামী আইসিইউতে, দোয়া চাইলেন বারিশা হক
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
অভিনেত্রী ও উপস্থাপিকা বারিশা হকের স্বামী, নাট্য নির্মাতা আলভী রায়হান সীমান্ত গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। বিষয়টি নিজেই জানিয়েছেন বারিশা হক।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে ফেসবুকে এক পোস্টে বারিশা লেখেন, “আমার হাজবেন্ডকে হসপিটালের আইসিইউতে নেওয়া হয়েছে। সবাই দোয়া করেন প্লিজ। আল্লাহ ভরসা।”
বারিশা জানান, সীমান্ত ডেঙ্গুতে আক্রান্ত, এবং শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।
বারিশা হক একাধারে উপস্থাপিকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। ২০০৮ সালে বিটিভির কুইজ শো ও বিতর্ক অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে তার মিডিয়ায় পথচলা শুরু। পরে বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে প্রশিক্ষণ নেন।
উপস্থাপনা ও নৃত্যের পাশাপাশি তিনি অল্প সময়ে নাটকে অভিনয় করে জায়গা করে নেন শোবিজে। বর্তমানে অভিনয় ও মডেলিংয়ের চেয়ে ব্র্যান্ড প্রমোশন–সংক্রান্ত কাজেই বেশি সময় দিচ্ছেন বারিশা।
ঢাকা/রাহাত//