ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পায়েলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন ঋষভ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ২৩ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:৩৯, ২৩ নভেম্বর ২০২৫
পায়েলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন ঋষভ

পায়েল সরকার, ঋষভ বসু

ভারতীয় বাংলা সিনেমা ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’। ফেডারেশনের সঙ্গে বিরোধের জেরে সিনেমাটির মুক্তি আটকে ছিল। সব সংকট কাটিয়ে পায়েল সরকার ও ঋষভ বসু অভিনীত এ সিনেমা গত শুক্রবার মুক্তি পেয়েছে। মুক্তির আগে সিনেমাটি ‘অ্যাডাল্ট সনদ’ পায়। সিনেমাটিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন ঋষভ-পায়েল। 

ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন ঋষভ। এ অভিনেতা বলেন, “সিনেমাটি নিয়ে চার বছরের অপেক্ষা। মাঝে অনেক ঝড়ঝাপটা বয়ে গিয়েছে। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে ছোট করতে চাইনি। আর যারা টেকিনিশিয়ানদের হয়ে লিখেছেন, তারা ঠিক লিখেছেন। যেকোনো ক্ষেত্রে একটা নিয়মের প্রয়োজন রয়েছে। আর আমি যখন বিদেশে ঠান্ডায় শুট করছিলাম, সেই সময়ে এই টেকিনিশিয়ান দাদারাই আমার খেয়াল রেখেছিলেন।” 

আরো পড়ুন:

‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’ সিনেমায় সাহসী দৃশ্যে দেখা গিয়েছে ঋষভ বসুকে। শুধু নগ্ন দৃশ্যই নয়, পায়েল সরকারের সঙ্গে তাকে অন্তরঙ্গ দৃশ্যেও দেখা গিয়েছে। এ দৃশ্যের শুটিংয়ের বিষয়ে ঋষভ বলেন, “আসলে এই ধরনের কাজ হলিউডে প্রতিনিয়ত হয়। শাহরুখ খান তার প্রথম দিকের সিনেমায় এমন দৃশ্যে কাজ করেছেন; সবটাই শিল্পের জন্য করা। একজন ফাইন আর্টিস্ট হয়ে ফাইন আর্টসের জন্য এটা আনন্দ দিয়েছে।” 

এ দৃশ্যের শুটিংয়ের জন্য প্রস্তুতি প্রসঙ্গে ঋষভ বলেন, “আসলে আমি ‘শ্রীকান্ত’ করেছিলাম বলে একটা অভিজ্ঞতা ছিল এই ধরনের দৃশ্য কীভাবে শুট করা হয় সেই সম্পর্কে। আর প্রস্তুতি বলতে, এই শরীর প্রদর্শনের জন্য চেহারাটা সুঠাম রাখতে সাহায্য করেছিল কোভিড।” 

দর্শক আগেও তাকে অন্য অভিনেত্রীদের সঙ্গে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে দেখেছেন। কাজটা সুচারুভাবে করতে পারেন বলেই প্রস্তাবটি পান ঋষভ। তাই চরিত্রের প্রয়োজনে ভবিষ্যতে এমন দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই এই অভিনেতার। 

জয়ব্রত দাশ পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, রাহুল ব্যানার্জি, সুদীপ, অনুরাধা প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়