ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেসবুকে ভাইরাল ভিডিও নিয়ে ঐশীর ভাষ্য

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২৪ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:১৩, ২৪ নভেম্বর ২০২৫
ফেসবুকে ভাইরাল ভিডিও নিয়ে ঐশীর ভাষ্য

গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ ভিডিওতে দেখা যায়, এক নারী বিশৃঙ্খলার মধ্যে মই বেয়ে দেয়াল টপকে দ্রুত বেরিয়ে আসছেন। বহু ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে—এটাই নাকি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ঐশীর পালানোর দৃশ্য। তবে এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন ঐশী। 

ঐশী বলেন, “বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। কিছুটা হাস্যকরও লাগছে। চুল ও পোশাক দেখলেই বুঝতে পারবেন—ভিডিওতে থাকা নারী আমি নই। এটা যাচাই করা খুব কঠিন নয়। তবুও সবাই কেন কনফিউজড হচ্ছে বুঝতে পারছি না।” 

আরো পড়ুন:

গত শনিবার গাজীপুরের শিমুলতলীর আর্মি ফার্মা মাঠে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় গান পরিবেশন করেন ঐশী। রাত ১০টার দিকে মেলায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার খবর পাওয়া গেলেও, ঐশী জানান—তিনি তখন সেখানে ছিলেন না। 

ঐশীর ভাষ্য, “সেদিন আমাদের শো সুন্দরভাবে শেষ হয়েছে। শো শেষে গাড়িতে করে নিরাপদে বাসায় ফিরে আসি। আমরা মেলায় থাকাকালে কোনো বিশৃঙ্খলা দেখিনি। বাসায় ফেরার পর শুনেছি—আমরা বের হওয়ার পর মেলায় ঝামেলা হয়েছে।” 

তবু সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, ঐশী নাকি বিশৃঙ্খলার মধ্যে আটকা পড়েছিলেন এবং পরে দেয়াল টপকে বের হন। অন্যদিকে ঐশী দৃঢ়ভাবে বলছেন—“এগুলো পুরোই গুজব।” 

বিষয়টি নিয়ে বিভ্রান্তি এড়াতে গতকাল বিকেলে ফেসবুকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেন তিনি। সেই বিবৃতিতে ঐশী লিখেছেন, “গাজীপুরের শিমুলতলী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমার বা আমার টিমের কোনো সম্পৃক্ততা নেই। আমরা অনুষ্ঠানস্থল নিরাপদে ত্যাগ করার পরেই ঘটনাটি ঘটে।” 

এছাড়া সংবাদমাধ্যম ও জনসাধারণের উদ্দেশে তিনি আরো লিখেন, “বিভিন্ন প্ল্যাটফর্মে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য। জনসাধারণকে বিভ্রান্ত না করার স্বার্থে যাচাই করা তথ্য প্রচারের অনুরোধ জানাই।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়