ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৩ বছর লিভ-ইনের পর বিয়ে করলেন তারকা জুটি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ২৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:৫৭, ২৫ নভেম্বর ২০২৫
২৩ বছর লিভ-ইনের পর বিয়ে করলেন তারকা জুটি

বিয়ের আসরে সন্দীপ-আশ্লেষা (বাঁয়ে)

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় তারকা জুটি আশ্লেষা সাওয়ান্ত ও সন্দীপ বাসওয়ানা। দীর্ঘ ২৩ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর সাতপাকে বাঁধা পড়লেন এই দম্পতি। গত ১৬ নভেম্বর বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।   

সোমবার (২৪ নভেম্বর) বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সন্দীপ লেখেন, “মিস্টার অ্যান্ড মিসেস হিসেবে ঠিক এভাবেই আমরা নতুন এক অধ্যায়ে পা রাখলাম...। ঐতিহ্য আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। আশীর্বাদের জন্য আমরা কৃতজ্ঞ।” 

আরো পড়ুন:

বিয়ের খবর পেয়ে সন্দীপ-আশ্লেষার সঙ্গে যোগাযোগ করে টাইমস অব ইন্ডিয়া। এ আলাপচারিতায় সন্দীপ বলেন, “গত এপ্রিলে আশ্লেষা আর আমি বৃন্দাবন গিয়েছিলাম; সেখানে রাধা–কৃষ্ণের মন্দিরগুলোর সঙ্গে গভীর এক সংযোগ অনুভব করি। সেই সফরই আমাদের ২৩ বছর পর বিয়ে করার অনুপ্রেরণা দেয়। আমাদের বাবা-মা সবচেয়ে বেশি খুশি—তারা অনেক দিন ধরে এই মুহূর্তটির অপেক্ষায় ছিলেন। আমরা সবকিছু সহজ-সরল রাখতে চেয়েছি আর কৃষ্ণ মন্দিরে বিয়ে করার চেয়ে ভালো আর কী হতে পারে।” 

বিয়ের আসরে উচ্ছ্বসিত সন্দীপ-আশ্লেষা


বিয়ের পর দারুণ আনন্দিত আশ্লেষা। এ অভিনেত্রী বলেন, “অবশেষে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ। বৃন্দাবন ছিল আদর্শ স্থান—সেখানে গিয়েই আমরা গভীর টান অনুভব করেছিলাম। এটা ছিল খুব স্বতঃস্ফূর্ত, হঠাৎ নেওয়া সিদ্ধান্ত। আমরা এটিকে প্রাইভেট রাখার সিদ্ধান্ত নিই, শুধু পরিবারের লোকজন সঙ্গে ছিলেন।” 

দীর্ঘ দিন লিভ-ইনের পর বিয়ে করেছেন এই তারকা জুটি। এ নিয়ে সন্দীপ বলেন, “অনেক বছর ধরে একসঙ্গে থাকার পরও কেন আমরা বিয়ে করিনি—এ প্রশ্ন শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার কাছে তো মনে হতো আমরা অনেক আগে থেকেই বিবাহিত!”  

বিয়ের অনুভূতি ব্যক্ত করে সন্দীপ বলেন, “আমি আলাদা কিছু অনুভব করছি না। এটা এমন কিছু ছিল, যা আমরা একদিন না একদিন করতামই—এবার সেটা করে ফেললাম। আমরা খুশি। ভালোবাসা-আশীর্বাদ পেয়ে আমরা আপ্লুত। আমরা সত্যিই ধন্য। কারণ আমাদের বন্ধু-বান্ধব এবং সুহৃদদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছি।”  

বিয়ের পর ফ্রেমবন্দি হন আশ্লেষা-সন্দীপ


২০০২ সালে ‘কিউ কি সাস বি কাভি বহু থি’ ধারাবাহিকের শুটিং সেটে প্রথম দেখা সন্দীপ-আশ্লেষার। সেখান থেকেই প্রেম, অবশেষে পরিণয় পেল তাদের ভালোবাসা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়