শুভ–ঐশীর প্রেম–বিয়ে, না কি সিনেমার প্রচারণা?
ঢাকাই সিনেমার আলোচিত জুটি আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর পর্দায় দুজনের রসায়নও বেশ ভালো। এমনকি, দেখলেই মনে হয় তাদের মধ্যে প্রেমের বাতাস বইছে। আর সেই বাতাস এবার যেন সোশ্যাল মিডিয়া পেরিয়ে সরাসরি ঢুকে পড়েছে নেটিজেনদের কৌতূহলের ঘরে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে দুজনেই প্রায় একই সময়ে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন দুটি ছবি, যেখানে একই গল্পের দুই ফ্রেম। শিউলি ফুল আঁকা সাদা শাড়িতে ঐশী হেলে পড়েছেন শুভর বুকে; আবছা আলোয় মুহূর্তটি এতটাই সিনেম্যাটিক যে, ভক্তদের কৌতুহল—এটা কি শুভ-ঐশীর বাস্তবচিত্র।
রহস্য আরো বাড়ে ক্যাপশনে। শুভ লিখলেন, “তোরে এত ভালোবাসি, আর বলব কতবার।” আর ঐশী যেন সেই বাক্যেরই প্রতিধ্বনি—“যদি হারাস একটিবার, মরে যাব শতবার।” দুটি পোস্ট, দুটি হৃদয়ছোঁয়া লাইন—কিন্তু সুর এক। তাই আবারো জোরেশোরে উঠছে সেই পুরোনো প্রশ্ন—তাহলে কি শুভ–ঐশী সত্যিই প্রেমে? নাকি সিনেমার প্রচারণা?
তার ওপর শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা রায়হান রাফী পরিচালিত এই জুটির আলোচিত সিনেমা ‘নূর’ শিগগির মুক্তি পাচ্ছে বায়োস্কোপ প্লাসে। আর ঠিক এই সময়েই দুই তারকার এমন রহস্যঘেরা পোস্ট। ফলে নেট দুনিয়ার ভাবনা এখন দুই ভাগে—এ কি ভালোবাসার ঘোষণা? না কি সিনেমার মাস্টারমাইন্ড প্রচারণা?
ঢাকা/রাহাত/শান্ত