ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী, নীরবতা ভাঙলেন নায়িকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১২:৪৪, ৪ জানুয়ারি ২০২৬
ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী, নীরবতা ভাঙলেন নায়িকা

দেব, শুভশ্রী

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় তারকা জুটি শুভশ্রী গাঙ্গুলি ও দেব। তাদের পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছিল। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন এই যুগল। কিন্তু শেষটা ভালো হয়নি, দুজনের পথ দুটো আলাদা হয়ে গেছে। আর মাঝে কেটে যায় এক দশক।   

প্রেম ভাঙার পর ‘ধূমকেতু’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন দেব-শুভশ্রী। ২০১৫ সালে সিনেমাটির শুটিং করেন তারা। কিন্তু সিনেমাটি দীর্ঘ সময় মুক্তির আলো পায়নি। সব সংকট কাটিয়ে গত বছরের ১৪ আগস্ট মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে রেকর্ড গড়ে। দূরত্ব কমে এই প্রাক্তন প্রেমিক জুটির। তবে ভাঙা সম্পর্ক জোড়া লাগার পরও তা স্থায়ী হয়নি। বরং পুনরায় দ্বন্দ্বে জড়ান দেব-শুভশ্রী। মূলত, দেবের একটি মন্তব্য ঘিরে নতুন করে জটিলতার সূচনা হয়।  

আরো পড়ুন:

দেব-শুভশ্রীর ভক্তরা চাইছিলেন, পুনরায় পর্দায় আসুক তাদের প্রিয় দুই তারকা। কিন্তু এ জুটির মনমালিন্যের কারণে আশাহত হন। তবে নতুন বছরের শুরুতে ভক্তদের আশা ভঙ্গের সেই বেদনা কিছুটা লাগব করেন দেব। কারণ শুভশ্রীর সঙ্গে ফের জুটি বেঁধে অভিনয়ের ইঙ্গিত দেন তৃণমূলের এই সংসদ সদস্য।  

১০ বছর পর এক মঞ্চে এভাবেই ধরা দেন দেব-শুভশ্রী


দেব তার ফেসবুকে লেখেন, “এই দুর্গা পূজায় তাপমাত্রা বৃদ্ধি পাবে। হাই-অকটেন থ্রিল, হৃদয়হরণ করা রোমান্স এবং রসায়ন; যা আপনারা সবসময়ই ভালোবাসেন, তার জন্য প্রস্তুত থাকুন।” এ পোস্টে হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন, “দেশু৭।” এর অর্থ—“দেব-শুভশ্রী জুটির সপ্তম সিনেমা।” এরপর লেখেন, “দেব৫১।” অর্থাৎ দেবের ৫১তম সিনেমা। সর্বশেষ লেখেন, “পূজা ২০২৫।” 

মূলত, দেবের পোস্ট দেওয়ার পর থেকে আলোচনার তুঙ্গে রয়েছেন দেব-শুভশ্রী জুটি। তবে এ নিয়ে বাড়তি একটি শব্দও খরচ করেননি দেব। তবে বড়দিনে মুক্তিপ্রাপ্ত ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ সিনেমার হল ভিজিটে গিয়ে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙেন শুভশ্রী। 

এ বিষয়ে শুভশ্রী গাঙ্গুলি বলেন, “আমরা এখন কিছু বলব না। এখন বাকিদের প্রতিক্রিয়া উপভোগ করতে চাই। এই মুহূর্তে বেশি কিছু বলা যাবে না। যতটুকু জানা গেছে, সেটা নিয়েই খুশি থাকতে হবে।”

খানিকটা ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, “আমি, দেব আমরা সবাই সাক্ষী হয়েছি, দশ বছর পর আমাদের যে অনুষ্ঠানটা হয়েছে সেখানে আমরা কত মানুষের ভালোবাসা পেয়েছি। ‘ধূমকেতু’ মুক্তির পরও যে ভালোবাসা পেয়েছি, তা থেকে আমরা অবশ্যই বিশ্বাস করি যে, মানুষ আমাদেরকে খুবই ভালোবাসেন।”

তবে সিনেমার নাম বা পরিচালক কিংবা সিনেমার গল্প প্রসঙ্গে কোনোরকম তথ্য জানাননি দেব কিংবা শুভশ্রী। তারপরও উচ্ছ্বাসে ভাসছেন এ জুটির ভক্ত-অনুরাগীরা।  

শুভশ্রী


দেবের সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার পর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান শুভশ্রী। ২০২০ সালে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। যদিও দেব এখনো অবিবাহিত।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়