প্রাক্তন প্রেমিকের সঙ্গে ফের জুটিবদ্ধ শুভশ্রী, স্বামী রাজ কী বলছেন?
ট্রেইলার মুক্তি অনুষ্ঠানে দেব-শুভশ্রী, রাজ চক্রবর্তী (বাঁ থেকে)
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় তারকা জুটি শুভশ্রী গাঙ্গুলি ও দেব। তাদের পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছিল। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন এই যুগল। কিন্তু শেষটা ভালো হয়নি। দুজনের পথ দুটো আলাদা হয়ে গেছে।
শুভশ্রী ঘর বেঁধেছেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। আর দেব চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে। দীর্ঘ দিন দেব-শুভশ্রীকে যেমন এক সিনেমায় দেখা যায়নি, তেমনই অনুষ্ঠানেও না। বলা যায়, মুখ দেখাদেখিও বন্ধ ছিল! দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ সিনেমা দীর্ঘ দিন আটকে থাকার পর গত বছর মুক্তি পায়। তার আগে ট্রেইলার মুক্তি অনুষ্ঠানে হাজির হয়ে চমকে দেন দেব-শুভশ্রী। নেটিজেনরা দাবি করেছিলেন—“এক মঞ্চে দেব-শুভশ্রীকে দেখার পর ঘুম হারাম হয়েছে রাজ চক্রবর্তীর।”
এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেব-শুভশ্রীর দূরত্ব কমতে থাকে। ভক্ত-অনুরাগীদের মাঝেও মুগ্ধতা ছড়াতে থাকেন এই যুগল। এর কিছুদিন পরই দেবের একটি মন্তব্য ঘিরে শুভশ্রীর সঙ্গে তিক্ততা তৈরি হয়। তারপর ভক্তরা ধরেই নেন, আর বোধহয় বরফ গলবে তাদের। কিন্তু তা হয়নি। নতুন বছরের শুরুতে নতুন সিনেমার ঘোষণা দেন দেব। কেবল তাই নয়, নতুন সিনেমায় শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধবেন বলেও জানান তিনি।
এরপর থেকে দেব-শুভশ্রীকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। নেটিজেনদের অনেকে বলছেন, “প্রাক্তন প্রেমিকের সঙ্গে স্ত্রীর জুটি বাঁধার খবরে মন খারাপ রাজের।” সত্যি কি তাই? চলুন রাজের মুখ থেকেই তা জানা যাক—
পরিচালক রাজ চক্রবর্তী বলেন, “দেশু জুটিই বলুক, আমি কী বলব? আমি কোনোভাবে এই সিনেমার পার্ট নই। আমার পরের সিনেমা হোক কলরব। আর আমি এই সিনেমা পরিচালনা করছি না। দেব-শুভশ্রীর পরের সিনেমা পরিচালনা করছেন কৌশিক গাঙ্গুলি।”
শুভশ্রী গাঙ্গুলি
দেবের সঙ্গে সম্পর্ক ভাঙার পর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান শুভশ্রী। ২০২০ সালে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।
ঢাকা/শান্ত