ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নগ্ন হয়ে বছর শুরু বিতর্কিত সিডনি সুইনির

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:২০, ৭ জানুয়ারি ২০২৬
নগ্ন হয়ে বছর শুরু বিতর্কিত সিডনি সুইনির

ইনসেটে সিডনি সুইনির নগ্ন ফটোশুটের দৃশ্য

বিতর্কিত মার্কিন অভিনেত্রী সিডনি সুইনি। সাহসী চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত। কখনো অন্তরঙ্গ দৃশ্যে, কখনো বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে দারুণ সমালোচিত হয়েছেন, সব মিলিয়ে সিডনি সুইনিকে নিয়ে বিতর্কের তালিকাটা সুদীর্ঘ। এ তালিকায় এবার যুক্ত হলো তার নতুন একটি ফটোশুট। 

নতুন বছরের শুরুতে ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফটোশুট করেছেন সিডনি সুইনি। এ অভিনেত্রী তার ইনস্টাগ্রামে ম্যাগাজিনে ছাপা হওয়া দুটো ছবি পোস্ট করেছেন। এতে দেখা যায়, ডব্লিউ ম্যাগাজিনের কভার স্টোরি করা হয়েছে সিডনিকে নিয়ে। এসব ছবিতে স্বর্ণকেশী সিডনি সোনালি বডি পেইন্টে পোজ দিয়েছেন। স্টুডিওর নরম আলোয় তার ত্বক ঝিলমিল করছে। ক্যাপশনে সিডনি লেখেন, “ডব্লিউ ভলিউম ওয়ান: দ্য বেস্ট পারপরম্যান্স ইস্যু।” 

আরো পড়ুন:

ছবিগুলো প্রকাশ করার পর অন্তর্জালে হইচই পড়ে গেছে। চর্চায় মেতেছেন নেটিজেনরা। একজন লেখেন, “শপথ করে বলছি, নতুন বছরের শুরুতেই আপনাকে যেন মেরিলিন মনরোকে পুনর্জীবিত করলেন।” আরেকজন বিস্ময় প্রকাশ করে লেখেন, “ওহ মাই গডেস।” অন্য একজন লেখেন, “বছরের প্রথম ফটোশুটেই আপনি বাজিমাত করলেন।” কেউ কেউ বলছেন, “আপনি একবিংশ শতাব্দীর দেবী।” কেবল প্রশংসা নয়, অনেকে বিদ্রূপ করেও মন্তব্য করেছেন; যা নিয়ে চলছে তর্ক-বিতর্ক। 

প্রায় এক যুগের ক্যারিয়ার হলেও সিডনি সুইনি আলোচনায় এসেছেন বছর পাঁচেক আগে। এইচবিওর সিরিজ ‘ইউফোরিয়া’ তার ক্যারিয়ারের গতিপথ বদলে দিয়েছে। একই প্ল্যাটফর্মের আরেক সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’ তার খ্যাতি আরো বাড়িয়ে দেয়। তবে সিরিজে অভিনীত চরিত্র, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি, বিভিন্ন সাক্ষাৎকারে করা মন্তব্য নিয়ে বরাবরই সমালোচনা ও বিদ্রূপের শিকার হন ২৮ বছর বয়সি এই অভিনেত্রী। 

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় কিংবা সমালোচনার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা সিডনির কম নেই। তবে এসবে ‘ডোন্ট কেয়ার’ হলিউডের এই অভিনেত্রী। গত বছর ‘হাউজমেইড’ সিনেমার অন্তরঙ্গ দৃশ্য অন্তর্জালে ছড়িয়ে পড়ে। এ নিয়েও সমালোচনা কম হয়নি।   

তবে এর আগে মার্কিন গণমাধ্যম ডেডলাইনকে দেওয়া সাক্ষাৎকারে সিডনি সুইনি বলেছিলেন, “যত আলোচনা-সমালোচনাই হোক, নগ্ন দৃশ্যে অভিনয় বন্ধ করব না। এটা তো অদ্ভুত একটা কথা। আমি একজন অভিনয়শিল্পী, যাকে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হয়।” 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়