‘শীত-গরম বুঝি না দিনে তিনবার গোসল করি’
চাষী আলম
দেশের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহ চলমান। ঠান্ডায় জবুথবু দেশবাসী। রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে শীত। এমন পরিবেশে অনেক মানুষই গোসল কম করে থাকেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু’ চরিত্র রূপায়নকারী চাষী আলম বাস্তব জীবনে এ পরিস্থিতি কীভাবে সামলান?
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বলেন, “আমি দিনে তিনবার করে গোসল করি; সেটা শীত হোক বা গরম। এটা আমার অভ্যাস।”
দিনে কেন তিনবার গোসল করেন? এমন প্রশ্ন রাখা হলে চাষী আলম বলেন, “এটা আমার ভালো লাগে তাই! গোসল করার মজাই আলাদা। যদিও গোসল করতে ৫-৭ মিনিটের বেশি সময় নিই না।”
চাষী আলমের এই বক্তব্যের ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। প্রিয় অভিনেতার মন্তব্য ঘিরে চর্চায় মেতেছেন নেটিজেনরা। অনেকের সঙ্গে তার অভ্যাস মিলে যাওয়ার কথাও জানিয়েছেন কেউ কেউ!
কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয়। তারপর দ্রুত সময়ের মধ্যে দারুণ জনপ্রিয়তা লাভ করে নাটকটি, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে।
দর্শক চাহিদার কারণে এ পর্যন্ত চারটি সিজন শেষ হয়েছে, এখন পঞ্চম সিজনের প্রচার চলছে। তবে বরাবরের মতো এ সিজন দেখেও মুগ্ধতার কথা প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা।
এ সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলো হলো—কাবিলা, পাশা, হাবু, শুভ, শিমুল, বজরা বাজারের জাকির, কাবিলার প্রেমিকা রোকেয়া, অন্তরা, লামিয়া। বরাবরের মতো কাবিলা চরিত্রে ধরা দিয়েছেন জিয়াউল হক পলাশ। পাশা, হাবু, শুভ শিমুল চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন—মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, শিমুল শর্মা।
ঢাকা/শান্ত