ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজকে ঘিরে মিমের রহস্যময় পোস্ট!

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ১০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:১৪, ১০ জানুয়ারি ২০২৬
রাজকে ঘিরে মিমের রহস্যময় পোস্ট!

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের ব্যস্ত ও বাছাই করা কাজের জন্য পরিচিত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গল্প ও চরিত্রে গুরুত্ব না থাকলে পর্দায় ফিরতে আগ্রহী নন তিনি। তবে নতুন বছরে কিছু নতুন কাজের বার্তা আগেই দিয়ে রেখেছিলেন এই নায়িকা। এবার সেই ইঙ্গিত আরও ঘনীভূত করলেন এক রহস্যময় ফেসবুক পোস্টে।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করেন মিম। ছবিতে অভিনেতার মুখ দেখা যায়নি, পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক পুরুষ অবয়ব। ক্যাপশনে মিম লেখেন, “পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?”

আরো পড়ুন:

এই এক লাইনের পোস্টেই মন্তব্যের ঘরে শুরু হয় আলোচনা। বেশির ভাগ ভক্তের ধারণা, ছবির মানুষটি শরিফুল রাজ। কেউ কেউ আবার আরিফিন শুভর নামও উল্লেখ করেন। অনেকের মন্তব্য, এই গেটআপ আর স্টাইল রাজ ছাড়া অন্য কারও হতে পারে না।

বোঝাই যাচ্ছে, সহ-অভিনেতাকে নিয়েই ইচ্ছাকৃতভাবে রহস্য তৈরি করতে চেয়েছেন মিম। বিষয়টি জানতে নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রহস্য ভাঙতে রাজি হননি। মিম বলেন, “ধারণা তো করছেনই সবাই। আপাতত আমার কিছু বলার বারণ আছে। এটুকু বলতে পারি, এটি নতুন কাজের ইঙ্গিত। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে।”

এরপর খোঁজ নিয়ে জানা যায়, মিম যে অভিনেতার সঙ্গে ছবি দিয়েছেন, তিনি আসলে আরিফিন শুভ নন, শরিফুল রাজ। ‘পরাণ’ ও ‘দামাল’-এর পর দীর্ঘ বিরতি শেষে রাজ-মিম আবার জুটি হতে যাচ্ছেন। এই জুটিকে নিয়ে রোমান্টিক গল্পের একটি সিনেমা নির্মাণ করছেন আলভী আহমেদ। যদিও এখনো রাজ, মিম কিংবা নির্মাতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সূত্র জানায়, কিছুদিন আগে আরিফিন শুভ ও মিম জুটি হয়ে সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমার শুটিং করতে রাজশাহী গিয়েছিলেন। তার আগেই আলভী আহমেদের সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মিম। পরে একই সিনেমায় চুক্তিবদ্ধ করা হয় শরিফুল রাজকেও। তবে ভালো দিনক্ষণ ও দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

এ বিষয়ে শরিফুল রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি এড়িয়ে যান। রাজ বলেন, “এই মুহূর্তে আমি তানিম নুর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এই সিনেমার বাইরে অন্য কোনো প্রজেক্ট নিয়ে এখন কিছু বলতে চাই না। নতুন কোনো কাজ হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই জানানো হবে।”

উল্লেখ্য, রাজ ও মিম জুটির প্রথম সিনেমা ‘পরাণ’ মুক্তি পায় ২০২২ সালের ঈদুল আজহায় এবং সুপারহিট ব্যবসা করে। এরপর একই পরিচালকের ‘দামাল’-এও দেখা যায় এই জুটিকে। পরপর দুটি সফল সিনেমার পর প্রায় পাঁচ বছর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। সেই আক্ষেপই এবার ঘুচতে পারে বলে মনে করছেন ভক্তরা।

অন্যদিকে, গেল ঈদুল আজহায় মুক্তি পাওয়া রাজ অভিনীত ‘ইনসাফ’ সিনেমায় তার বিপরীতে ছিলেন তাসনিয়া ফারিণ। বর্তমানে তিনি কাজ করছেন ‘বনলতা এক্সপ্রেস’-এ, যা আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়