ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন সিনেমায় ভাবনা

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:১৮, ১০ জানুয়ারি ২০২৬
নতুন সিনেমায় ভাবনা

আশনা হাবিব ভাবনা

ছোটপর্দা থেকে বড়পর্দা—দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সাহসী ও বৈচিত্র্যময় চরিত্রে নিয়মিত দেখা যাওয়া এই অভিনেত্রী বাস্তব জীবনেও সরব ও স্পষ্টভাষী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভাবনা ও মতামত প্রকাশেও তিনি বরাবরই সক্রিয়।

এদিকে থ্রিলার ঘরানার নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করছেন ভাবনা। সুমন ধরের পরিচালনায় নির্মিত এই ওয়েব ফিল্মটির শুটিং চলছে ঢাকার বিভিন্ন লোকেশনে। এখনো নাম ঠিক না হওয়া এই প্রকল্পে ভাবনার সঙ্গে আরও অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, প্রার্থনা ফারদিন দীঘিসহ একঝাঁক অভিনয়শিল্পী।

আরো পড়ুন:

নির্মাতা গণমাধ্যমকে জানিয়েছেন, এটি একটি গল্পনির্ভর থ্রিলার, যেখানে চরিত্র ও আবহই মূল শক্তি হিসেবে কাজ করবে। ঈদুল ফিতর সামনে রেখে ওয়েব ফিল্মটি নির্মাণ করা হচ্ছে। তবে কোন ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শুটিং শেষ হলে শিগগিরই নাম ও মুক্তির প্ল্যাটফর্ম জানানো হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এর পাশাপাশি বড়পর্দার কাজেও ব্যস্ত ভাবনা। আসিফ ইসলাম পরিচালিত সিনেমা ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এ তিনি অভিনয় করছেন প্রধান চরিত্রে। এখানে তাকে দেখা যাবে এক যাত্রাপালার নায়িকার ভূমিকায়—যে চরিত্রের জন্য প্রয়োজন হয়েছে ভিন্ন শরীরি ভাষা ও আলাদা উপস্থিতি। চরিত্রের প্রয়োজনে প্রায় ৯ কেজি ওজন বাড়িয়েছেন ভাবনা। বিষয়টি নিয়ে তিনি নিজেও আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়