ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

আরটিভি মিউজিকের যাত্রা শুরু

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ৮ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরটিভি মিউজিকের যাত্রা শুরু

আরটিভি মিউজিক চ্যানেলের লোগো

বিনোদন প্রতিবেদক : সংগীত প্রিয় দর্শকদের জন্য শুধু সংগীত নির্ভর টিভি চ্যানেল আর মিউজিক আর মিউজিক-এর যাত্রা শুরু করেছে। সংগীতনির্ভর এ মিউজিক টেলিভিশনটি ২৪ ঘন্টা অনলাইনে দেখা যাবে। আরটিভি মিউজিক টেলিভিশন বিশ্বের যেকোনো জায়গা থেকে দেখা যাবে।  

শনিবার, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আরটিভির কার্যালয়ে এর উদ্বোধন করা হয়। নতুন এ চ্যানেলটির উদ্বোধনী অনুষ্ঠানে আরটিভির প্রধান নির্বাহী কমকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, আরটিভি দর্শকদের বস্তুনিষ্ঠ তথ্য ও নির্মল বিনোদনের চাহিদাকে প্রাধ্যান্য নিয়ে সংবাদ ও অনুষ্ঠান নির্মাণ করে থাকে। আমাদের চ্যানেলের দর্শকদের একটি বড় অংশ সংগীতপ্রিয়। তাদের জন্য নিরবিচ্ছিন্ন একটি মিউজিক চ্যানেল আমরা দীর্ঘদিন থেকে উপলব্ধি করছি। তারই ফসল ‘আরটিভির এ মিউজিক চ্যানেল।’


ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু তার বক্তব্যে বলেন, ‘প্রযুক্তিকে সাথে রেখে আরটিভি সবসময় চায় ২৪ ঘন্টা দর্শকদের সাথে থাকতে। এরই ধারাবাহিকতায় আজকের আইপিটিভি ‘আরটিভি মিউজিক চ্যানেল’-এর এই উদ্বোধনী অনুষ্ঠান।’

এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন আরটিভির মহাব্যবস্থাপক, (মানব সম্পদ ও প্রশাসন বিভাগ) হাবিবুর রহমান ভুইঁয়া, প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান, উপমহাব্যবস্থাপক (সম্প্রচার ও প্রকৌশল বিভাগ) স্বপন ধর,  সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপনন বিভাগ) সুদেব চন্দ্র ঘোষ প্রমুখ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরটিভির প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ সাবাব আলী আরজু।

 


রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৫/রাহাত/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়