ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

উদ্যোক্তাদের বিভাগীয় মিটআপ যখন কুমিল্লায়  

মিফতাউল জান্নাতী সিনথিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ৯ জানুয়ারি ২০২১   আপডেট: ০০:২৪, ১০ জানুয়ারি ২০২১
উদ্যোক্তাদের বিভাগীয় মিটআপ যখন কুমিল্লায়  

কুমিল্লায় চারটি জেলার (চাঁদপুর, ফেনি, নোয়াখালি ও কুমিল্লা) উদ্যোক্তাদের নিয়ে উই আয়োজন করেছিল ‘উইমেন অ্যান্ড ই-কমার্স এন্টারপ্রেনারস মিটআপ ২০২১’ শীর্ষক বিভাগীয় মিটআপ। 

শুক্রবার (৮ জানুয়ারি) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এ মিটআপ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপসচিব (উপপরিচালক, স্থানীয় সরকার কুমিল্লা) মোহাম্মদ শওকত ওসমান। এছাড়াও বিশেষ অথিতি ছিলেন প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা, উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা ও পরিচালক শেখ লিমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইর উপদেষ্টা কবির সাকিব।  

শিল্পকলা প্রাঙ্গণে ৫টি স্টল ছিল। এতে উদ্যোক্তারা  নিজেদের পণ্য ও ব্যবসাকে প্রদর্শন করেছেন। প্রায় ২৮টি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান অনুষ্ঠানে স্পন্সর করেছে। কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী পণ্যকে সবার সামনে তুলে ধরতে ভেন্যু সাজানো থেকে শুরু করে খাবারে পর্যন্ত ছিল দেশীয় পণ্যের ছোঁয়া। অনুষ্ঠানের মূল ও প্রধান আকর্ষণ ছিল কুমিল্লার দেশীয় পণ্যের একটি ফ্যাশন শো’র আয়োজন। যেখানে প্রদর্শন করা হয়েছে কুমিল্লার সব ঐতিহ্যবাহী পণ্য শাড়ি, সালোয়ার-কামিজ, ব্রাইডাল ওয়েস্টার্ন ড্রেসও ছিল। মেয়েদের পাশাপাশি ছেলেরাও তাদের খাদি পাঞ্জাবিকে উপস্থাপন করেছিল দর্শকদের সামনে। 

মোহাম্মদ শওকত ওসমান তার বক্তব্যে বলেন, ‘বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে নারীদের স্বাবলম্বী করতে হবে। প্রতিটি জেলায় তাদের লোকাল পণ্য রয়েছে। এই পণ্যগুলো নিয়ে উদ্যোক্তারা কীভাবে কাজ করবে, সেই প্ল্যাটফর্ম আসলে তাদের জন্য বেশি দরকার।’  

নাসিমা আক্তার নিশা তার বক্তব্যে বলেন, ‘শুধু কুমিল্লা নয় বিভিন্ন জেলা থেকে উদ্যোক্তারা এসেছেন আজকের এই বিভাগীয় মিটআপে। এমন আয়োজনে আসতে পেরে খুবই ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছি সব উদ্যোক্তার শেখার ও জানার আগ্রহ প্রবল। আপনাদের এই জানার আগ্রহ থেকেই করোনাকালীন সময়ে ৩০০ এর বেশি লাখপতি বিক্রেতা তৈরি করতে পেরেছি। আপনাদের সেই আগ্রহ আছে বলেই নিজেরা স্বাবলম্বী হতে পেরেছেন ও পরিবারের হাল ধরতে পেরেছেন।’

মিটআপের আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন দীপা বনিক ও যুগ্ম-আহ্বায়ক ছিলেন মুক্তা আক্তার ও নুসরাত জাহান।

দীপা বনিক বলেন, ‘‘প্রথমেই উইর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা আপুকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই কাজের যোগ্য মনে করার জন্য। মূলত আমাদের উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং, পারষ্পরিক সম্পর্ক মজবুত করার জন্যই দেশের বিভিন্ন জেলায় মিটআপের আয়োজন করা হয়েছে। আমরা কুমিল্লাবাসী এমন মিটআপে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। 

বর্তমানে উই দেশি পণ্যের সবচেয়ে বড় প্লাটফর্ম। এখানে দেশের হাজার হাজার নারী উদ্যোক্তা একত্রিত হয়ে নিজেদের পণ্য নিয়ে কাজ করার সুযোগ পেয়েছে। এই মিটআপকে সফল করার জন্য আমাকে যারা সাপোর্ট করে গেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’’

ঢাকা/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ