ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৫০০০ টাকায় ছয় মাসে বিন্তির বিক্রি সোয়া ২ লাখ 

সাজেদূর আবেদীন শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৭ জানুয়ারি ২০২১   আপডেট: ১৫:৪০, ২৭ জানুয়ারি ২০২১
৫০০০ টাকায় ছয় মাসে বিন্তির বিক্রি সোয়া ২ লাখ 

আখিয়া বিন্তির জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তবে, গ্রামের বাড়ি বগুড়া। ধানমণ্ডিতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করে একটি ব্যাংকে চাকরি করেন। এক সময় ব্যাংকের চাকরি ছেড়ে দেন। সন্তান হওয়ার পর স্বামীও চায়নি চাকরি করুক। তাই বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিতে হয়। 

বিন্তি বলেন, ‘‘চাকরি ছাড়ার পর মনে মনে আমি অনেক ডিপ্রেশনে চলে যাই। পরে ছেলের প্রতি ভালোবাসা থেকে চিন্তা করি কীভাবে ছেলেকে সময় দিয়ে নিজের পায়ে দাঁড়ানো যায়, নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। স্বামীর চাকরির সুবাদে চট্টগ্রামে থাকা হয় কিছু দিন। তখন কেমিক্যাল মুক্ত শুটকির সন্ধান পাই আর লেগে পড়ি এটা নিয়ে। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যই রাত-দিন সময় দেই ফেসবুক গ্রুপ উইতে (উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম)। রাজীব স্যার আর নিশা আপুর পোস্ট থেকে বার বার অনুপ্রাণিত হয়ে স্বপ্ন দেখা শুরু করি। 

উই গ্রুপ থেকে শুধু শুটকি বিক্রি হয় ১ লাখ ৮০ হাজার টাকা। এরপর সুন্দরবনের ঘি, নাটোরের গুড় আর নিজের হাতের তৈরি ঘি, পিনাট বাটার নিয়েও কাজ শুরু করি। ৫০০০ টাকা দিয়ে শুরু করে এখন পর্যন্ত ৬ মাসে আমি অনলাইনে পণ্য বিক্রি করি ২ লাখ ৩০ হাজার টাকা। আমার স্বামী অনেক আশাবাদী আমাকে নিয়ে।’’ 

বিন্তির স্বামী সিভিল ইঞ্জিনিয়ার নাসিম আকবর বলেন, ‘আমি বিন্তির কাজ নিয়ে আশাবাদী। আশা করছি বিন্তি তার স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে। আমি স্বপ্ন দেখি বিন্তি এক সময় শুটকি প্রসেসিং কারখানা দেবে ও অনেক সফল হবে।’

লেখক: ফিচার লেখক ও গণমাধ্যমকর্মী।

ঢাকা/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়