ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাঙামাটি বিসিক অনলাইন পণ্যমেলার উদ্বোধন সোমবার

উদ্যোক্তা/ই-কমার্স ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১১ জুলাই ২০২১  
রাঙামাটি বিসিক অনলাইন পণ্যমেলার উদ্বোধন সোমবার

বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) উদ্যোক্তা পরিবার রাঙামাটির আয়োজনে অনলাইনে উদ্বোধন হতে যাচ্ছে ১৫ দিনব্যাপী ‘অনলাইন পণ্যমেলা ২০২১’।  

সোমবার (১২ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন উক্ত প্রতিষ্ঠানের সদস্য ঝর্না খীসা।

এছাড়াও থাকবেন বিসিকের সহকারী মহা ব্যবস্থাপক শামসু উদ্দিন মজুমদার উইর (উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম) প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, উপদেষ্টা কবীর সাকিব, পরিচালক লিমা কবীর এবং নির্বাহী কমিটির সদস্য ও রাঙামাটি জেলা প্রতিনিধি শিরীন সুলতানা অরুনা।

এতে সভাপতিত্ব করবেন বিসিক, রাঙামাটি জেলা কার্যালয়ের দায়িত্বে নিয়োজিত সহকারী মহা ব্যবস্থাপক মুনতাসীর মামুন।

এই মেলায় উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যের অনলাইন প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। রাঙামাটিতে বিসিক এই প্রথমবারের মত অনলাইন মেলার আয়োজন করেছে।  

উক্ত মেলা প্রসঙ্গে সভাপতি মুনতাসীর মামুন বলেন, ‘বিসিকের এই অনলাইন পণ্যমেলা সফল হবে আশা করি। সেই সঙ্গে উদ্যোক্তারাও এর সুফল পাবেন। এভাবেই উদ্যোক্তারা ডিজিটাল বাংলাদেশের একটা অংশ হিসেবে আত্মপ্রকাশ করবেন’।

রাঙামাটি/সিনথিয়া/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়