ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গ্রামীণফোনের পোস্ট ঘিরে দিনভর ‘নেট বৈঠক’ 

নাজমুল হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ৬ মার্চ ২০২৩  
গ্রামীণফোনের পোস্ট ঘিরে দিনভর ‘নেট বৈঠক’ 

ছবি: সংগৃহীত

গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’ শিরোনামে একটি পোস্ট প্রকাশ হয়েছে। এতে ছবি ব্যবহার করা হয়েছে নারী উদ্যোক্তা ফোয়ারা ফেরদৌসের। 

পোস্টে লেখা হয়েছে, ‘গৎবাঁধা চাকরির গণ্ডিতে থাকতে চাননি তিনি। স্বাধীনভাবে কাজ করতে, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন ফোয়ারা ফেরদৌস। ফেসবুকে পটের বিবি নামে পেজ খুলে শুরু করেন ব্যবসা। একদিকে সংসার সামলে, অন্যদিকে সামলেছেন ব্যবসা। শুধু তিনিই না, তার এ উদ্যোগে ঘুরে দাঁড়িয়েছেন অনেকেই। বন্ধ হতে যাওয়া ৩০ বছরের পুরনো ব্লকের কারখানা চালু হয়েছে আবারও! কে বলে মেয়েরা ব্যবসা বোঝে না!’

রোববার (৫ মার্চ) দেওয়া পোস্টটি মূলত ভাইরাল হয় সোমবার (৬ মার্চ)। এরপর নানা ক্যাপশন জুড়ে দিয়ে দেদারসে শেয়ার করেছেন নেটিজেনরা। এ যেন সোশ্যাল মিডিয়ার ‘নেট বৈঠক’। এর পক্ষে-বিপক্ষে দিনভর চলেছে পোস্ট-কমেন্টের ফোয়ারা। 

কেউ বলেছেন চাকরি নারীর নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। এর সঙ্গে ঘরও সামলাতে হবে বলে পোস্টে যে বক্তব্য দেওয়া হয়েছে তা ঠিক নয়। অন্যদিকে, পোস্টটিকে কেউ কেউ ইতিবাচক বলেছেন।

গ্রামীণফোনের পোস্ট করা ছবি শেয়ার করে অর্জয়িতা রিয়া লিখেছেন, ‘কোনও মেয়ে যদি ব্যবসার সঙ্গে সঙ্গে ঘরও সামলায়, এর মানে এই না যে তাদের হাজব্যান্ডদের গ্রামীণফোন ঘর সামলাতে নিষেধ করছে। যারা বিজ্ঞাপনটার সমালোচনা করছেন, তাদের কথা শুনলে মনে হয় ঘর সব নারীরা না, পুরুষেরা সামলাচ্ছে। বিজ্ঞাপনে এরকম বলা হলে বরং মিথ্যা প্রচারণা হবে। গ্রামীণফোনকে ধন্যবাদ, তারা এই প্রচলিত মিথ্যাচার করেনি।’

আঁখি ভদ্র লিখেছেন, ‘একটু খেয়াল রাখবেন, বিজ্ঞাপনের ভাষার কারণে ব্যক্তি ফোয়ারা ফেরদৌসের ওপর যেন কাঁদা না ছিটে। শী ইজ অ্যা স্টার। প্রচুর প্রচুর মেয়ে তাকে দেখে সাহস করেছে ব্যবসায় উদ্যোগী হতে। তিনি পেরেছেন। তবে বিজ্ঞাপনের ভাষার সাথে আমিও একমত নই।’

শাশ্বতী বিপ্লব লিখেছেন, ‘ঘর তো সামলাইতেই হইবো। সাথে স্বামীও। না সামলাইলে ব্যবসাটা সামলানোর অনুমতি পাইবেন না। ঘর সামলানোর ক্লান্তি নিয়া ব্যবসা সামলাইবেন।’

অনেকে আবার গ্রামীণফোনকেও খোঁচা মেরেছেন। সাখাওয়াত শিমুল লিখেছেন, ‘দয়া করে আপনারা নিজেদের নেটওয়ার্ক সামলান।’

তবে এ বিষয়ে কিছু বলতে নারাজ উদ্যোক্তা ফোয়ারা ফেরদৌস। তিনি বলেন, ‘গ্রামীণফোন পোস্ট দিয়েছে, তাদের বক্তব্য নিতে পারেন। আমার কোনও বক্তব্য নেই।’ 

এরপর গ্রামীণফোনের সঙ্গে ফোন ও ফেসবুকে যোগাযোগের চেষ্টা করলেও তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়