ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইংল্যান্ড-ইতালি ফাইনালের রেফারি কে?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ১০ জুলাই ২০২১   আপডেট: ১৭:৫২, ১১ জুলাই ২০২১
ইংল্যান্ড-ইতালি ফাইনালের রেফারি কে?

ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার ইউরোর ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ইতালি। এই ম্যাচে রেফারি থাকবেন কে?

ডাচ রেফারি বিয়র্ন কুইপার্স এই শিরোপা নির্ধারণী ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তাকে সহায়তা করবেন স্যান্ডার ফন রোয়েকেল ও আরউইন জিয়েনস্ট্রা। তারা দুজনও নেদারল্যান্ডসের। ফোর্থ অফিসিয়াল স্পেনের কার্লোস দেল কেরো গ্রান্দে। রিজার্ভ অ্যাসিস্ট্যান্ট রেফারিও স্পেনের, হুয়ান কার্লোস ইয়ুস্তে জিমেনেজ।

কুইপার্স ২০০৬ সাল থেকে রেফারির দায়িত্বে। নেদারল্যান্ডসের প্রথম রেফারি হিসেবে ইউরো ফাইনাল পরিচালনা করবেন তিনি। তবে এটাই ৪৮ বছর বয়সীর প্রথম ফাইনাল নয়। ২০১৪ সালে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার চ্যাম্পিয়নস লিগসহ ছয়টি ফাইনালে রেফারি ছিলেন তিনি।

এর আগে ২০১২ ও ২০১৬ সালের ইউরোতেও রেফারিং করেন কুইপার্স। অভিজ্ঞতা আছে ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপেও।

এবারের ইউরোতে বেলজিয়াম-ডেনমার্ক ও স্পেন-স্লোভাকিয়ার গ্রুপ ম্যাচে রেফারি ছিলেন এই ডাচ। এছাড়া চেক রিপাবলিকের বিপক্ষে ডেনিশদের কোয়ার্টার ফাইনালেও তাকে দেখা গেছে। ইংল্যান্ড-ক্রোয়েশিয়ার গ্রুপ ম্যাচে ছিলেন চতুর্থ অফিসিয়াল।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়