ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

হুমায়ূনবিহীন বইমেলা (ভিডিও)

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হুমায়ূনবিহীন বইমেলা (ভিডিও)

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। ২০১২ সালের ১৯ জুলাই, না ফেরার দেশে চলে যান তিনি। গত অর্ধ যুগের মতো এবারো তাকে ছাড়াই কেটে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা।

মনেই হয় না হুমায়ূন আহমেদ নেই। বরং এখনো বইমেলায় তার সরব উপস্থিতি রয়েছে। যেন পাশের স্টলে বসে আছেন। অটোগ্রাফ দিচ্ছেন। ভক্তদের সঙ্গে ভাববিনিময় করছেন। এসব শুনে বিস্ময় জাগতে পারে। কিন্তু অনুভূতিটাই এমন! অবশ্য তার কারণও আছে।

আজ প্রাণের বইমেলার শেষ দিন। মেলার শেষের দিনগুলোতে ভিড় সাধারণত একটু বেশি থাকে। এবারো তার ব্যত্যয় ঘটেনি। অন্য প্রকাশের স্টলে এ দৃশ্যটি চোখে পড়ার মতো। ভিড় ঠেলে পাঠক খুঁজে নিচ্ছেন প্রিয় লেখক হুমায়ূন আহমেদের বই। বইয়ের মাঝে প্রিয় লেখককে খুঁজে বেড়াচ্ছেন তার ভক্তরা।

বইমেলায় অনেককে হুমায়ূন আহমেদের বই কিনতে দেখা যায়। এদের মধ্যে কয়েকজন তরুণ-তরুণী রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন।

দেখুন ভিডিও:

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়