ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

বাকিংহাম প্যালেসের থেকেও বড় প্রাসাদ এটি!

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ২১ মে ২০২৪  
বাকিংহাম প্যালেসের থেকেও বড় প্রাসাদ এটি!

ছবি রাধিকারাজের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

ইংল্যান্ডের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসের থেকেও বড় প্রাসাদটি রয়েছে ভারতের গুজরাটে। প্রাসাদটির নাম লক্ষ্মী ভিলা। প্রায় ৩ কোটি ৪ লাখ ৯২ হাজার বর্গফুট জায়গায় এই প্রাসাদটি প্রতিষ্ঠিত। ১৮৯০ সালে নির্মিত এই প্রাসাদে রয়েছে ১৭০টি কক্ষ। সমরজিৎসিংহ গায়কোয়াড় এবং তার স্ত্রী রাধিকারাজে গায়কোয়াড় এখন এই প্রাসাদের মালিক।

স্থানীয় গণমাধ্যমের তথ্য, লক্ষ্মী প্যালেসের আয়তন বাকিংহাম প্যালেসের থেকেও ৪ গুণ বড় । ১৮৯০ সালে মহারাজা সায়াজিরাও গায়কোয়াড় এটি তৈরি করেন। এই বাড়ি তৈরি করতে সে সময় খরচ হয় প্রায় ১ কোটি ৯০ লাখ ভারতীয় রুপি।

উল্লেখ্য প্রাসাদের মালিক রাধিকারাজে দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। মহারাজা সমরজিৎ সিংহের সঙ্গে বিয়ের আগে তিনি সাংবাদিকতা করতেন। রাধিকারাজে বর্তমানে সমাজসেবামূলক কাজ ও বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন।

/লিপি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়