ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বানরের সহযোগিতায় ধর্ষণের হাত থেকে বাঁচলো শিশু

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ৩০ জুলাই ২০২৫   আপডেট: ১৪:৫৪, ৩০ জুলাই ২০২৫
বানরের সহযোগিতায় ধর্ষণের হাত থেকে বাঁচলো শিশু

ছবি: প্রতীকী

শিশু ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা আমাদের দেশে যেমন আছে, তেমনি ভারতও ব্যতিক্রম সামাজিক পরিবেশ তৈরি করতে পারেনি। ভারতেও শিশুরা ধর্ষণের শিকার হয়ে থাকে। কখনও কখনও ধর্ষণের পর হত্যার ঘটনাও ঘটে। তবে সম্প্রতি ৬ বছরের এক মেয়ে শিশু বানরের সহযোগিতায় ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ‘‘ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপতে। ৬ বছর বয়সি এক মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করে এক ব্যক্তি। সে শহরের একটি পরিত্যক্ত বাড়িতে শিশুটিকে ডেকে নিয়ে হেনস্তার চেষ্টা করে।’’

আরো পড়ুন:

খবরে আরও বলা হয়েছে, ‘‘ঠিক ওই সময়েই বাড়িতে হাজির হয় একদল বানব। তারপর বানরেরা সোজা ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তির উপর। বানরের আক্রমণ  থেকে রক্ষা পাওয়ার জন্য  শিশুটিকে ছেড়ে দিয়ে কোনো মতে পালিয়ে যায় ওই ব্যক্তি।’’ 

সুস্থ অবস্থায় মেয়েকে ফিরে পেয়ে আনন্দিত বাবা। শিশুটির বাবার বয়ানের ভিত্তিতেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়