ঢাকা     বুধবার   ১২ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডোডো পাখিকে কী ফেরাতে পারবে বিজ্ঞানীরা?

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ১৯ সেপ্টেম্বর ২০২৫  
ডোডো পাখিকে কী ফেরাতে পারবে বিজ্ঞানীরা?

ছবি: সংগৃহীত

প্রায় ৪০০ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে ডোডো পাখি। এবার সেই বিলুপ্ত হওয়া পাখিকে ফিরিয়ে আনার প্রকল্প হাতে নিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক বায়োটেকনোলজি সংস্থা কলোসাল বায়োসায়েন্সেস। 

এই সংস্থাটি ইতোমধ্যে সাধারণ কবুতরের বিশেষায়িত কোষ কালচার করতে সফল হয়েছে। এই সাফল্য ডোডো পাখির নিকটতম জীবিত আত্মীয়, নিকোবর কবুতরের কোষ ব্যবহার করে বিলুপ্ত পাখিটিকে আবার তৈরি করার পথ প্রশস্ত করেছে বলে জানিয়েছে সংস্থাটির বিজ্ঞানীরা।

আরো পড়ুন:

কলোসালের প্রধান বিজ্ঞান কর্মকর্তা বেথ শাপোলো বলেন, ‘‘ডোডো পাখি ফিরিয়ে আনার প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সফলতা এখন পুরোদমে কাজে লাগিয়ে এগোতে হবে।’’

যদিও একটি জীবন্ত ডোডো পাখি তৈরি করার মতো সফলতা অর্জন করতে বিজ্ঞানীদের বহু -বহু বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে।  বিজ্ঞানীরা এই প্রজেক্টে সফলতা পেলে বিলুপ্তপ্রায় অন্যান্য পাখি সংরক্ষণের পথও প্রশস্ত হবে। 

সূত্র: সিএনএন

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়