শেরপুরে আ.লীগের ৬৮ নেতা-কর্মী কারাগারে
শাকিল || রাইজিংবিডি.কম
শেরপুর প্রতিনিধি : সম্মেলন নিয়ে বিরোধের জের ধরে দলীয় অফিসে হামলা-ভাঙচুর এবং নেতা-কর্মীদের আহত করার ঘটনায় দায়েরকৃত দুই মামলায় শেরপুরের ঝিনাইগাঁতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের ৬৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে এ সব নেতা-কর্মী জামিন প্রার্থনা করলে আদালতের বিচারিক শরীফুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক মেফাজ্জল হোসেন চাঁন, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ ও উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মো .ফারুক হোসেন।
ঝিনাইগাঁতী উপজেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ২৮ নভেম্বর স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের প্রাক্তন নেতা-কর্মীদের একটি অংশ দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। তারা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাঈমসহ ৭ নেতা-কর্মীকে আহত করেন।
এ ঘটনায় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি এবং ফৌজদারি কার্যবিধির ৩২৬ ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়। ওই দুই মামলায় রোববার ৬৮ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।
এদিকে নেতা-কর্মীদের আদালতে আত্মসমর্পণের সংবাদে আদালতপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
রাইজিংবিডি/শেরপুর/১৮ জানুয়ারি ২০১৫/শাকিল/রিশিত
রাইজিংবিডি.কম