ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুরে মসজিদের ছাদ ধসে আহত ৩৫

জাহাঙ্গীর আলম বাদল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুরে মসজিদের ছাদ ধসে আহত ৩৫

ধসে যাওয়া মসজিদের ছাদের একাংশ (ছবি : বাদল)

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর নগরীর লালবাগ খামার এলাকায় তাবলীগ জামায়াতের মার্কাস মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের সময় আকস্মিকভাবে ছাদের একটি অংশ ধসে পড়ে যায়। এতে অন্তত ৩৫ জন শ্রমিক আহত হয়েছে।

 

রোববার দুপুরে আহতদের অনেকেই ধসে যাওয়া কনক্রিটের নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ধংসস্তুপ থেকে সাত জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে তাবলীগ জামায়াতের ওই মসজিদের দোতলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সে সময় বেশ কিছু শ্রমিক কাজ করছিলেন। আকস্মিকভাবে ছাদের একটি অংশ ধসে পড়ে গেলে কাজ করা অবস্থায় ৩৫ জন শ্রমিক আহত হয়।

 

আহতদের মধ্যে পাঁচ জন শ্রমিককে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে হাসপাতালে পাঠান। এর পর ধসে যাওয়া ছাদের ভেতর থেকে আরো দুজন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ভেতরে আর কেউ আছে কি না তা কেউ সঠিক করে বলতে পারছেন না। সেজন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


 

 

রাইজিংবিডি/রংপুর/১ ফেব্রুয়ারি ২০১৫/জাহাঙ্গীর আলম বাদল/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়