ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বহুরূপী মধুরিমা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩২, ১০ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বহুরূপী মধুরিমা

মধুরিমা চ্যাটার্জি

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী মধুরিমা চ্যাটার্জি। তিনি নায়রা চ্যাটার্জি নামেও পরিচিত। অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেলেও ছোটবেলা থেকে গান আর গজল শিখতেন তিনি। তাই গানেও রয়েছে তার আলাদা দখল।

একবার গানের রেকর্ডিং করতে গিয়ে পরিচয় হয় নির্মাতা জি ভি আইয়ারের সঙ্গে। তারপর এই নির্মাতা স্টুডিওতে বসেই মধুরিমাকে একটি ধারাবাহিক নাটকে চুক্তিবদ্ধ করান। এ নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান তিনি। তারপর পা রাখেন বড় পর্দায়।

দক্ষিণী সিনেমার অধিকাংশ ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছেন মধুরিমা। অভিনয়শৈলী আর রূপের জাদুতে জনপ্রিয়তাও পেয়েছেন তিনি। কাজের  স্বীকৃতিস্বরূপ সম্মাননাও পেয়েছেন। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।   


ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন মধুরিমা চ্যাটার্জি। তিনি বেড়েও উঠেছেন এই শহরে


আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন মধুরিমা


মধুরিমা তার মায়ের কাছ থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত ও গজল শিখেছেন। তালিম নিয়েছেন শাস্ত্রীয় কত্থক নাচে


২০০৯ সালে টস : এ ফ্লিপ অব ডেসটিনি সিনেমার মাধ্যমে প্রথম চলচ্চিত্রে পা রাখেন মধুরিমা। বলিউডের এই সিনেমায় তিনি অতিথি চরিত্রে অভিনয় করেন


গত বছর মুক্তিপ্রাপ্ত আজহার সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন মধুরিমা




রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৭/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়