ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জোড় মাথার সেই নবজাতকের মৃত‌্যু

মেডিক‌্যাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ৬ জানুয়ারি ২০২১   আপডেট: ২২:১৯, ৬ জানুয়ারি ২০২১
জোড় মাথার সেই নবজাতকের মৃত‌্যু

মাগুরার জোড় মাথার সেই নবজাতক আর নেই। 

বুধবার (৬ জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসাপাতালে তার মৃত‌্যু হয়।

মেডিক‌্যালের জরুরি বিভাগের মিনি আইসিইউ ইউনিটের কর্তব‌্যরত চিকিৎসক আয়েশা আক্তার  এ তথ‌্য নিশ্চিত করেছেন।

বুধবার (৬ জানুয়ারি) মাগুরা থেকে শিশুটিকে নিয়ে ঢাকা মেডিক‌্যালের উদ্দেশ‌্যে রওনা দেয় তার স্বজনরা। রাত সাড়ে আটটার দিকে ঢামেক হাসপাতালে পৌঁছায় তারা। হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ‌্যেই মৃত‌্যু হয় শিশুটির।

এর আগে গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে মাগুরা জেলা সদরের জাহান প্রাইভেট হাসপাতালে জন্ম হয় শিশুটির। সদর উপজেলার জগদল গ্রামের দমদমা পাড়ার দরিদ্র কৃষক পলাশ মোল‌্যার স্ত্রী সোনালি বেগম (৩০) শিশুটির জন্ম দেন।

 

আরও পড়ুন জোড় মাথার শিশুর জন্ম

                > জোড় মাথার সেই নবজাতক ঢামেকের পথে

ঢাকা/সাইফুল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়