ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৩৮, ১৬ এপ্রিল ২০২১
খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ফটো)

করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। সিটি স্ক্যানের চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর তার খাওয়ার জন‌্য আগের ওষুধের সঙ্গে নতুন করে আরেকটি ওষুধ যুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) রাতে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য এ জেড এম জাহিদ হোসেন এসব তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। গতকাল গভীর রাতে সিটি স্ক্যানের ফাইনাল রিপোর্ট পেয়েছি। সাময়িক রিপোর্টেও যা আমরা বলেছিলাম, ফাইনাল রিপোর্টেও একই। ফাইনাল রিপোর্ট পাওয়ার পর আমরা বসে সব পর্যালোচনা করে আরেকটি ওষুধ যুক্ত করেছি।’

এ জেড এম জাহিদ হোসেন জানান, লন্ডন থেকে ম্যাডামের চিকিৎসার সবকিছু তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

ঢাকা/সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়