ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অস্থিরতার কারণ নেই: শেখ শামসুদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ২৫ অক্টোবর ২০২১  
প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অস্থিরতার কারণ নেই: শেখ শামসুদ্দিন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘সম্প্রতি প্রতিষ্ঠানিক বিনিয়োগকারিদের কিছু কিছু ক্ষেত্রে বেশ তাড়াহুড়া লক্ষ্য করা যাচ্ছে। এটা না করলেও মনে হয় তাদের তেমন কিছু সমস্যা হবে না। প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এমন অস্থিরতার কোনো কারণ নেই।’

সোমবার (২৫ অক্টোবর) সিকিউরিটিজ কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিষ্ঠানিক বিনিয়োগকারিদের সক্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রাতিঠানিক বিনয়োগকারিদের উচিত শেয়ারবাজারকে আরও বেশি সাপোর্ট দেওয়া। কারণ দিন শেষে তাদের মুভমেন্ট শেয়ারবাজারে প্রভাব ফেলে। সে ক্ষেত্রে তাদের আরও বিচার বিশ্লেষণমুখি শেয়ার ক্রয় এবং বিক্রয় দুটাই করলে মনে হয় ভাল হবে।’ 

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শেয়ার ব্যাবসায় বিনিয়োগকারীদের একটু ধৈর্য ধরতে হবে। আপনারা যদি ইমপ্যাশেন্ট হয়ে যান, তাহলে তো মুশকিল হয়ে যাবে। এটা শুধু সাধারণ বিনিয়োগকারিরা না, যারা প্রতিষ্ঠানিক আছেন তাদেরও একটা গুরুত্বপূর্ণ আচরণ করতে হবে। তাদেরও আট-দশ জনের মতো শেয়ার বিক্রি করে দেওয়া উচিত নয়। তাদের আরও বুঝে শুনে শেয়ার কেনাবেচা করা উচিত। আমরা গত দেড় বছরে ৫২টি ট্রেক পারমিশন দিয়েছি। কারণ, বিনিয়োগকারীরা যেন এখানে আরও যুক্ত হয়ে বেশি করে বিনিয়োগ করতে পারেন।’

গুজব প্রসঙ্গে তিনি বলেন, ‘গুজবের জন্য আমরা একটা মনিটরিং সেলস গঠন করছি। আসলে সব কিছুই ওভার টাইম হচ্ছে, এখানে কিছু কিছু সময় যদি মার্কেটে একটা কারেকশন হয় বা এখানে কেউ যদি কিছু শেয়ার বিক্রি করতে চায় সেটা করতেই পারেন। আর এ কাজে যদি অবহেলা থাকে, সেটা চিহ্নিত করে সমাধান করতে সময় লাগে। আমরা দায়িত্বে অবহেলা হয়েছে কি না সেটা খতিয়ে দেখছি।’

বর্তমান শেয়ারবাজার প্রসঙ্গে তিনি বলেন, ‘দিনের পর দিন যখন মার্কেট বাড়েছে তখন তো কেউ কোনো কথা বলেনি। কথা হচ্ছে, প্রতিনয়ত যখন একটু মার্কেট কমে, তখন ভয় বাড়ে। আবার যখন মার্কেট বাড়বে তখন ভয় কমে যাবে। আমি মনে করি বর্তমান বাজারের অবস্থা স্বাভাবিক রয়েছে। এমনটা হতেই পারে। তবে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যে প্রতিষ্ঠানেরই হোক না কেন, অন্যায় করলে জবাবদিহিতা নিশ্চিত করব।’

ঢাকা/এনটি/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়