ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনা প্রথম ডোজ নিয়েছে ৬ লাখ ৩৪ হাজার শিশু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ৬ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১১:৩৯, ৬ সেপ্টেম্বর ২০২২
করোনা প্রথম ডোজ নিয়েছে ৬ লাখ ৩৪ হাজার শিশু

করোনার প্রতিরোধে গত ২৫ আগস্ট থেকে দেশব্যাপী শুরু হয়েছে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকাদান কার্যক্রম। ইতোমধ্যে এই কার্যক্রমে ৬ লাখ ৩৩ হাজার ৯৯৪ জন শিশু টিকার প্রথম ডোজের আওতায় এসেছে। আর গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকা নিয়েছে ৭৭ হাজার ৫৪১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরুর পর গত সোমবার পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৫ লাখ ৬৯ হাজার ২২৫ জন। দুই ডোজ টিকা নিয়েছেন ১২ কোটি ১৩ লাখ ১৭ হাজার ৩৫৪ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৪ কোটি ৪০ লাখ ৩৩ হাজার ১২৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৮২ হাজার ৮৬ জনকে। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২২ হাজার ১৭৪ জন এবং বুস্টার ডোজ পেয়েছেন ৮৬ হাজার ৫৩১ জন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে। 

দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় ২০২১ সালের ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। 

মেয়া/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়