ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিয়ের যাত্রী বহনকারী বাস নদীতে, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিয়ের যাত্রী বহনকারী বাস নদীতে, নিহত ২৪

ভারতের রাজস্থানের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন।

বুধবার সকালে বুন্দি জেলায় কোটা-দৌসা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন চারজন। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, ১০ জন মহিলা ও তিন শিশু রয়েছে।

লেখারি থানার উপ-পরিদর্শক রাজেন্দ্র কুমার জানান, ২৮ জন বিয়ের যাত্রী বহনকারী বাসটি সকালে কোটা থেকে সাওয়াইমাধোপুর দিকে যাচ্ছিল। বাসটি সেতু থেকে ‘মেজ’ নদীতে গিয়ে পড়ে। সেতুতে কোনো রেলিং ছিল না।

ঘটনাস্থলে ১৩ জন মারা যান এবং ১৫ জন মারাত্মকভাবে আহত হন। আহতদের লেখারি সরকারি হাসপাতালে নেওয়ার পথে ১১ জন মারা যান। বাকী চারজনকে কোটার একটি সরকারি হাসপাতালে রেফার করা হয়েছে।

তিনি আরো জানান, আহতদের বেশিরভাগকে গ্রামের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে।

সূত্র : এনডিটিভি


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়