ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনাভাইরাসের প্রকোপকে ‘বিপর্যয়’ ঘোষণা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাসের প্রকোপকে ‘বিপর্যয়’ ঘোষণা ভারতের

করোনাভাইরাসের প্রকোপকে ‘বিপর্যয়’ বলে ঘোষণা দিয়েছে ভারত। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে মৃত ও আক্রান্তদের পরিবারকে ক্ষতিপূরণ  দিতে এ পদক্ষেপকে ‘এককালীন বিশেষ বিধান’ বলে জানানো হয়েছে। প্রত্যেক রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে থেকে এর জন্য অর্থ সংগ্রহ করা হবে।

এর এক দিন আগে, কেন্দ্রীয় সরকার করোনাভাইরাস মোকাবেলায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে সংবাদমাধ্যমকে জানিয়েছিল। সরকার সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানোর পাশপাশি  ভাইরাস ছড়িয়ে পড়া ‘স্বাস্থ্যক্ষেত্রের জরুরি অবস্থা নয়’ বলে জানিয়েছিল।

রাজ্য সরকারগুলোর কাছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার খরচ নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার।

সরকারের বিস্তারিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, কোয়ারান্টাইনে রাখা লোকজন ও রোগীদের অস্থায়ী থাকার ব্যবস্থা, খাদ্য, পানীয়, বস্ত্র ও ওষুধের জোগান নিশ্চিত করা।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতে ৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়