ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এখনই হজের পরিকল্পনা না করার পরামর্শ সৌদির

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এখনই হজের পরিকল্পনা না করার পরামর্শ সৌদির

করোনাভাইরাস সংক্রমণের বৈশ্বিক পরিস্থিতি স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত মুসলমানদের হজের পরিকল্পনা স্থগিতের আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মুহাম্মদ সালেহ বিন তাহের বানতেন আল-ইখবারিয়া টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন বলে বুধবার জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি মাসের প্রথমদিকে ওমরাহ পালন স্থগিত ঘোষণা করে সৌদি আরব। সাধারণত বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ হজ পালন করতে মক্কা ও মদিনায় ছুটে যায়। জুলাই মাসের শেষ দিকে হজের মৌসুম শুরু হবে।

ড. মুহাম্মদ সালেহ বলেন, ‘হজ ও ওমরাহ পালনে ইচ্ছুকদের সেবা দিতে সম্পূর্ণ প্রস্তুত সৌদি আরব। কিন্তু বর্তমানে আমরা একটি বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে রয়েছি।  মুসলমান ও নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় আগ্রহী সৌদি আরব। তাই পরিস্থিতি ঠিক হওয়ার আগ পর্যন্ত হজের চুক্তির জন্য অপেক্ষা করতে আমরা মুসলমান ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়