ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভুলে নিজেদের জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১৯ নাবিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ১১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভুলে নিজেদের জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১৯ নাবিক নিহত

এপ্রিলের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন, যুক্তরাষ্ট্রের জাহাজকে হয়রানি করলে তাদের গানবোট ডুবিয়ে দেওয়া হবে।

উপসাগরীয় এলাকায় জাহাজ নিয়ে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে ওমান উপসাগরে নৌবাহিনীর মহড়ায় ইরান ভুল করে নিজেদের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালালো। তাতে ১৯ জন নাবিক নিহত ও ১৫ জন আহত হয়েছেন, দেশটির রাষ্ট্রীয় টিভির বরাতে বিবিসি এ খবর জানায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার একটি নতুন জাহাজবিরোধী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় তাদের ফ্রিগেট জাহাজ জামারান থেকে। কিন্তু ভুল করে তা আঘাত করে হালকা ওজনের জাহাজ কোনারাকে। হরমুজ প্রণালীর কাছে প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে।

তেহরান থেকে ৭৯০ মাইল দূরে জাস্ক বন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। এই কৌশলগত জলসীমায় প্রায় সময় ইরানের সামরিক বাহিনী মহড়া দেয়। রাষ্ট্রীয় টেলিভিশন তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘ইরানের দক্ষিণ সৈকতে জাস্ক বন্দরের জলসীমায় সামরিক মহড়া চলাকালে গতকাল (রোববার) বিকালে একটি ক্ষেপণাস্ত্র আঘাত করে কোনারাক জাহাজে।’


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়