ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

বানান ভুল করায় ...

তানজিনা আফরিন ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বানান ভুল করায় ...

প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক : ছেলে উচ্চমাধ্যমিক পাস, মেয়ের লেখাপড়া মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত। কিন্তু পরীক্ষাকালে মেয়ের কাছে হেরে গেল ছেলেটি। ফলাফল-ভেঙে গেল বিয়ে।

ঘটনাটি উত্তর প্রদেশের মৈনপুরি এলাকার। সম্প্রতি বিয়ের প্রাথমিক কথাবার্তার পর দিনক্ষণ চূড়ান্ত করার জন্য মৈনপুরি জেলার কুরায়ালি এলাকার নুমায়িশ ময়দানে একত্র হয় ছেলে ও মেয়ে পক্ষ।

সৌজন্য আলাপের পর হবু স্ত্রীর হাতে একটা ডায়েরি ধরিয়ে দেন ছেলেটি। তাকে হিন্দিতে বিভিন্ন শব্দ লিখতে বলা হয়। দেখা যায় মেয়েটি সব বানানই সঠিক লিখেছে।

এবার হবু বরের পরীক্ষা। ছেলেটিকে হিন্দিতে ‘দৃষ্টিকোণ’ এবং ‘সাম্প্রদায়িক’ এই দুটি শব্দ এবং তার ঠিকানা লিখতে বলে মেয়েটি। কিন্তু দেখা গেল ভুল বানান লিখেছে সে। শুধু তাই নয়, ছেলেটি তার নিজের ঠিকানার বানানেও ভুল করেছে।

হবু বরের বানানের এ অবস্থা দেখে বিষ্মিত হয়ে যায় মেয়েটি। বিয়েতে অসম্মতি জানায় সে। দুই পরিবারের অনুরোধ সত্ত্বেও সিদ্ধান্তে অটল থাকে মেয়েটি।

ফলে দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পরিবর্তে বিয়েই ভেঙে গেল। ছেলে পক্ষকে না বলে দিল মেয়ে পক্ষ। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ মে ২০১৭/ইভা/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়