ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বার্মিংহামে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত, পুলিশ বলছে ‘বড় ঘটনা’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৪:০৩, ৬ সেপ্টেম্বর ২০২০
বার্মিংহামে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত, পুলিশ বলছে ‘বড় ঘটনা’

ইংল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামে রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাতে আহত করার ঘটনা ঘটেছে। পুলিশ একে ‘বড় ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা নিশ্চিত করতে পারি যে আজ সাড়ে ১২টার দিকে আমাদের কাছে খবর আসে বার্মিংহাম সিটি সেন্টারে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। কিছুক্ষণ পর ওই এলাকায় আরও কয়েকজনকে ছুরিকাঘাতের খবর এসেছে।’

তবে কতজন আহত হয়েছেন কিংবা তাদের অবস্থা কতটা গুরুতর সেটা এই মুহূর্তে জানাতে পারছে না তারা।

আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরা একসঙ্গে কাজ করছেন। ওই এলাকা পুরোটা ঘিরে রেখেছে পুলিশ এবং শহরের কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

বিবিসি বলেছে, বার্মিংহাম সেন্টারের কাছে গে ভিলেজ হিসেবে পরিচিত এলাকায় পুলিশ বেষ্টনী তৈরি করা হয়েছে। পুলিশ বিভাগ বলছে, ‘এই মুহূর্তে অনুমান করা যাচ্ছে না যে কেন এই ঘটনা ঘটেছে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়