ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুদ্ধবিরতি আলোচনায় রাজী আর্মেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ২ অক্টোবর ২০২০  
যুদ্ধবিরতি আলোচনায় রাজী আর্মেনিয়া

বিতর্কিত অঞ্চল নাগরনো-কারাবাখে যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে কাজ করতে প্রস্তুত আর্মেনিয়া। শুক্রবার আজারবাইজানের সঙ্গে লড়াইয়ের ষষ্ঠ দিনে এ তথ্য জানালো দেশটি।

বৃহস্পতিবার অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপের (ওএসসিই)  মিনস্ক গ্রুপের সদস্য রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যুদ্ধবিরতির জন্য আজারবাইজানের প্রতি আহ্বান জানিয়েছিল। সেই আহ্বানে এখনও সাড়া দেয়নি আজারবাইজান। দেশটির মিত্র তুরস্ক বৃহস্পতিবার বলেছে, শান্তি প্রক্রিয়ায় এই বৃহৎ তিন দেশের কোনো ভূমিকা থাকা উচিত নয়।

মঙ্গলবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ নাগরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার রাতভর গোলাগুলি হয়েছে। গত ছয় দিনে ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং আহত হয়েছে ৬০ জনেরও বেশি।

নাগরনো-কারাবাখের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সেনা নিহতের সংখ্যা ১৫৮ তে পৌঁছেছে। নতুন করে আরো ৫৪ সেনাসদস্য আহত হয়েছে।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়