ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অর্থনীতি পুনরুদ্ধারে দরিদ্র দেশগুলোকে সহযোগিতার ঘোষণা জি-২০ সম্মেলনে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ২২ নভেম্বর ২০২০   আপডেট: ১৭:১৭, ২২ নভেম্বর ২০২০
অর্থনীতি পুনরুদ্ধারে দরিদ্র দেশগুলোকে সহযোগিতার ঘোষণা জি-২০ সম্মেলনে

বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর নেতারা বিশ্বব্যাপী করোনার টিকা, ওষুধ ও শনাক্তকরণ ব্যবস্থা ন্যায্যভাবে বিতরণের প্রতিশ্রুতি দিয়েছেন। একইসঙ্গে তারা করোনা মহামারির পরবর্তীকালে অর্থনীতি পুনরুদ্ধারে দরিদ্র দেশগুলোকে প্রয়োজন অনুযায়ী সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

সৌদি আরবের আয়োজনে এবারের ভার্চুয়াল সম্মেলনে শনিবার তারা এই প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরো পড়ুন:

সম্মেলনের যৌথ খসড়া প্রস্তাবে বলা হয়েছে, ‘সব মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ও ন্যায়সঙ্গত প্রাপ্যতা নিশ্চিতে সদস্যদের উদ্ভাধন উদ্দীপনার প্রতিশ্রুতির প্রতি অবিচল থাকার প্রচেষ্টা থেকে আমরা সরে আসব না। আমরা বিস্তৃত টিকার ভূমিকাকে বৈশ্বিক গণপণ্য হিসেবে স্বীকৃতি দিচ্ছি।’

এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে সৌদি বাদশাহ সালমান বলেছিলেন, ‘আমাদের এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে যাতে সব মানুষের জন্য এই দ্রব্যগুলো সাশ্রয়ী মূল্যে ও ন্যায়সঙ্গত প্রাপ্তি নিশ্চিত হয়।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘২০২০ সালে মানবজাতি যে মাত্রার সমস্যার মুখে পড়েছে তা অপ্রত্যাশিত। করোনাভাইরাস মহামারি, বৈশ্বিক লকডাউন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতা একটি প্রক্রিয়াগত অর্থনৈতিক সংকট শুরু করেছে, যা বিশ্ব মহামন্দার পর আর দেখেনি।’

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ‘দ্বৈত শক্তির বিশ্বে যেখানে ভাইরাস থেকে কেবল ধনীরা নিজেদের রক্ষা করতে পারে এবং স্বাভাবিক জীবন শুরু করতে পারে সেখানে আমাদের আমাদের সব ধরনের খরচ এড়াতে হবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়