ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ প্রদর্শন করলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ১৫ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:০৭, ১৫ জানুয়ারি ২০২১
‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ প্রদর্শন করলো উত্তর কোরিয়া

সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। একে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ বলে অভিহিত করেছে দেশটির সরকারি সংবাদধ্যম।

বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের কিম ইল সাং চত্বরে অনুষ্ঠিত কুচকাওয়াজে নতুন ধরনের এ ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীতে হাজির ছিলেন শীর্ষনেতা কিম জং উন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের কয়েকদিন আগে এইা কুচকাওয়াজের মাধ্যমে সামরিক শক্তি প্রদর্শন করলো উত্তর কোরিয়া। গত সপ্তাহে দেশটির ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে উন যুক্তরাষ্ট্রকে তার দেশের ‘সবচেয়ে বড় শত্রু’ হিসেবে অভিহিত করেছিলেন।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত ছবিতে কুচকাওয়াজে সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য চারটি সাদা-কালো ক্ষেপণাস্ত্র দেখানো হয়।

বিশ্লেষকরা জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্রগুলো আগে কখনো দেখানো হয়নি।

উত্তর কোরিয়া বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডা এক টুইটে বলেছেন, ‘নতুন বছর, নতুন পুকগুকসং।’ সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে যে নামে ডাকা হচ্ছে, তা উল্লেখ করেই তিনি এই টুইট করেছেন।

কুচকাওয়াজে চামড়ার কোট ও পশমের হ্যাট পরা কিমের হাস্যোজ্জ্বল ও হাত নাড়ার ছবি প্রকাশ করেছে কেসিএনএ।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়