ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাকিস্তানে করোনার চতুর্থ ঢেউ জুলাইয়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ২৫ জুন ২০২১   আপডেট: ১৮:১৯, ২৫ জুন ২০২১
পাকিস্তানে করোনার চতুর্থ ঢেউ জুলাইয়ে

আগামী জুলাই মাসে পাকিস্তানে করোনা মহামারির চতুর্থ ঢেউ আঘাত হানতে পারে। শুক্রবার দেশটির করোনা টাস্কফোর্সের এক শীর্ষ কর্মকর্তা এই সতর্কবার্তা দিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী ও ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) প্রধান আসাদ উমর জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভিত্তি করে রোগের মডেল বিশ্লেষণ করে এনসিওসি তাদের পর্যালোচনায় চতুর্থ ঢেউয়ের সম্ভাবনার কথা জানিয়েছে।
তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মানতে কঠোর না হলে এবং শক্তিশালী টিকাদান কর্মসূচি অব্যাহত না রাখলে আগামী জুলাই পাকিস্তানে চতুর্থ ঢেউ দেখা দেবে।’
গত এপ্রিলে পাকিস্তানে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানে। এপ্রিলের মাঝামাঝি দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ হয়।

গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে এক হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৫২ হাজার ৯০৭ এ পৌঁছলো। ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৪ জন আক্রান্তের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা এখন ২১ হাজার ১৫২। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়