ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

থেমে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১৮ 

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ২৮ জুলাই ২০২১   আপডেট: ১১:৫১, ২৮ জুলাই ২০২১
থেমে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১৮ 

ভারতের উত্তর প্রদেশে থেমে থাকা বাসে একটি ট্রাকের ধাক্কায় ১৮ অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। 

বুধবার (২৮ জুলাই) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। 

বিবিসির খবরে বলা হয়েছে, শ্রমিকদের নিয়ে বাসটি হরিয়ানা থেকে বিহারের দিকে যাচ্ছিলো। বারাবানকি জেলায় পৌঁছালে বাসটিতে ত্রুটি দেখা দেয়। সে সময় বাসটি সারানোর জন্য সড়কের পাশে দাঁড় করানো হয়। তখন যাত্রীরা বাসের সামনের খোলা জায়গায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। 

বারাবানকির পুলিশ সুপার যমুনা প্রসাদ জানান, ওই বাসের ধারণ ক্ষমতা ছিলো ৬৫ জনের। কিন্তু ১৪০ জন শ্রমিক নিয়ে বিহারে যাচ্ছিল। পথে বাসটি খারাপ হয়ে যায়। 
তিনি আরও জানান, দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় শোক প্রকাশ করেন। তিনি নিহত প্রত‌্যেক পরিবারকে ২ লাখ ও আহতদের ৫০ হাজার করে রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।
 

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়