ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জুমায় আফগান ঐক্যের তাগিদ তালেবানের

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২০ আগস্ট ২০২১   আপডেট: ১৫:৩৮, ২০ আগস্ট ২০২১
জুমায় আফগান ঐক্যের তাগিদ তালেবানের

আফগানিস্তানের রাজধানী কাবুল এখন তালেবানদের নিয়ন্ত্রণে। রোববার (১৫ আগস্ট) কাবুল নিয়ন্ত্রণের পর আজ শুক্রবার (২০ আগস্ট) প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হবে। প্রথম জুমার নামাজে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান নেতারা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, কাবুলসহ বেশ কয়েকটি শহরে তালেবানবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার মধ্যেই এ আহ্বান জানায় তালেবানরা।

বুধ ও বৃহস্পতিবার রাজধানী কাবুলসহ বেশ কয়েকটি শহরে ক্ষমতাচ্যুত প্রশাসনের পতাকা হাতে তালেবানবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।  বৃহস্পতিবার আফগানিস্তানের স্বাধীনতার ১০২তম বার্ষিকীতে দেশটির পূর্বাঞ্চলীয় শহর আসাদাবাদে বিক্ষোভে তালেবান যোদ্ধাদের গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে গুলি নাকি তালেবানের তাড়ায় হুড়োহুড়িতে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে, তা স্পষ্ট হওয়া যায়নি।

এদিকে, আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার অভিযান বিষয়ে বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার বেলা একটার দিকে তিনি বক্তব্য দেবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। 

সূত্র: রয়টার্স

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ