ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হামলার আগে আফগানদের বিমানবন্দরের অ্যাবি গেটে যেতে বলেছিল ব্রিটিশরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ১ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:৫৩, ১ সেপ্টেম্বর ২০২১
হামলার আগে আফগানদের বিমানবন্দরের অ্যাবি গেটে যেতে বলেছিল ব্রিটিশরা

আত্মঘাতী বোমা হামলার কয়েক ঘণ্টা আগে আফগানদের কাবুল বিমানবন্দরের অ্যাবি গেটে যাওয়ার নির্দেশনা দিয়েছিল ব্রিটিশ কর্মকর্তারা। অথচ তারা জানতেন, এই গেটেই হামলার আশঙ্কা সবচেয়ে বেশি। বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির নিউজনাইটের কাছে এ সংক্রান্ত গোপন কিছু ইমেইল বার্তা এসেছে। এতে দেখা গেছে, বিমানবন্দরে হামলার আশঙ্কা সত্ত্বেও আফাগানিস্তানে ব্রিটিশ দূতাবাস আফগানদের বলেছিল, ‘ব্যারন হোটেলের কাছে অ্যাবি গেট ব্যবহার করুন।’

যুক্তরাজ্যে প্রত্যাবাসনে যোগ্য আফগানদের ইমেইল পাঠিয়ে অ্যাবি গেটে যাওয়ার পরামর্শ দিয়েছিল ব্রিটিশ দূতাবাস। অথচ ২৬ আগস্ট হামলার দিনই সামরিক বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিপ্পি বলেছিলেন, ‘এখন হামলার অনেক অনেক বেশি বিশ্বাসযোগ্য প্রতিবেদন রয়েছে...।’

এদেরই এক জন ছিলেন ব্রিটিশ বাহিনীর হয়ে অনুবাদকের কাজ করা এক আফগান। তিনি জানান তাকে পাঠানো ইমেইলে বলা হয়েছিল, ‘পরামর্শ দেওয়া হচ্ছে, দয়া করে আপনি জানান যে আপনি সঠিক গেটে আছেন কিনা? শাওয়াসি সড়কের অ্যাবি গেট।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই আফগান বলেছেন, ‘আমি যদি তাদের পরামর্শ অনুসরণ করতাম, তাহলে আমি আর জীবিত থাকতাম না। আমি বলেছিলাম, পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় আমি সেখানে নিরাপদ বোধ করছি না। সেখানে যাওয়াটা পাগলামি হতো এবং এটাই আমার জীবন বাঁচিয়েছে। আমাদের নিজস্ব বিবেচনাবোধই আমাদের জীবন রক্ষা করেছে।’

মঙ্গলবার কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ইসলামিক স্টেট খোরাসান প্রোভিন্স (আইএসকেপি) হামলা করতে পারে এমন সতর্কবার্তার পরও কাবুল বিমানবন্দরের অ্যাবি গেটটি দীর্ঘসময় খোলা রেখেছিল মার্কিন সেনারা। ব্রিটিশদের অনুরোধেই গেটটি খোলা রাখা হয়েছিল। 

প্রসঙ্গত, গত ২৬ আগস্ট বিমানবন্দরের অ্যাবি গেটে আত্মঘাতী হামলা চালায় আইএসকেপি। ওই হামলায় ১৩ মার্কিন সেনাসহ প্রায় ২০০ মানুষ নিহত হয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়