ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নদী পরিচ্ছন্নতা অভিযানে গিয়ে পানিতে ডুবেছে ১০ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ১৬ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:৫৬, ১৬ অক্টোবর ২০২১
নদী পরিচ্ছন্নতা অভিযানে গিয়ে পানিতে ডুবেছে ১০ শিক্ষার্থী

ইন্দোনেশিয়ার ওয়েস্ট জাভা প্রদেশে নদী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে গিয়ে পানিতে ডুবে গেছে ১০ শিক্ষার্থী। শনিবার এ ঘটনা ঘটেছে বলে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ১৩ থেকে ১৫ বছর বয়সী ১৫০ জন শিক্ষার্থী সিলিউয়ের নদীর তীর পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। এদের মধ্যে ২১ জন পা পিছলে নদীতে পড়ে যায়। 

বানদুং সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান কর্মকর্তা দিদেন রিদওয়ানসায়াহ বলেন, ‘আবহাওয়া ভালো ছিল এবং কোনো জলোচ্ছ্বাস ছিল না। যে শিশুরা ডুবে গিয়েছিল তারা এক জন আরেকজনের হাত ধরে রেখেছিল। এর ফলে এক জন পড়ে যাওয়ার পর আরেক জন পড়ে যায়।’

তিনি জানান, স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল ১০ শিক্ষার্থীর জীবন বাঁচাতে সক্ষম হয়েছে। অন্যদের উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দল।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়