ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ব্রাজিলেও শনাক্ত হলো ওমিক্রন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ১ ডিসেম্বর ২০২১  
ব্রাজিলেও শনাক্ত হলো ওমিক্রন

করোনাভাইরাসে বিশ্বের মধ্যে যে দুটি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে ব্রাজিল দ্বিতীয়। এবার সেখানেও ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যাবরেটরি অ্যানালাইসিসের মাধ্যমে ওমিক্রন আক্রান্ত দুজন রোগী শানাক্ত করেছে তারা। যা লাতিন আমেরিকা অঞ্চলে প্রথম। খবর আল জাজিরা ও রয়টার্সের।

শনাক্ত হওয়া দুজন স্বামী-স্ত্রী। তারা সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ব্রাজিলের সাও পাওলোতে এসেছে। গেল ২৩ নভেম্বর তারা গুয়ারুলহোস আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফিরে। সেদিন বিমানবন্দরে তাদের করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছিল। কিন্তু তারা যখন আবার দক্ষিণ আফ্রিকায় ফেরার জন্য করোনা টেস্ট করেন তখন পজিটিভ আসে। তাদের স্যাম্পল পাঠানো হয় ল্যাবে। সেখানেই ধরা পরে ওমিক্রন।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে তাদের স্যাম্পল দ্বিতীয়বার পরীক্ষা করার জন্য আবার ল্যাবে পাঠানো হবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়