ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাপানে ওমিক্রন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ৩০ নভেম্বর ২০২১  
জাপানে ওমিক্রন শনাক্ত

জাপানে শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের বলেছেন, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজের বিশ্লেষণের পর নামিবিয়া থেকে আসা ওই ভ্রমণকারীর ওমিক্রনে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এটি জাপানে প্রথম নিশ্চিত হওয়া ওমিক্রন শনাক্ত।’

আরো পড়ুন:

তিনি জানিয়েছেন, ওমিক্রনে সংক্রমিত ওই ব্যক্তির বয়স ৩০ বছর। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে এক দিন আগেই জাপান কঠোর সীমান্ত বিধিনিষেধ ঘোষণা করেছিল। ওই বিধিনিষেধের আওতায় বিদেশিদের জাপানে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

মহামারি শুরুর পর জাপানে এ পর্যন্ত ১৮ হাজার ৩০০ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে টিকা দেওয়ার হার প্রায় ৭৭ শতাংশ।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়