ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দক্ষিণ কোরিয়ার বস্তি এলাকায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২০ জানুয়ারি ২০২৩  
দক্ষিণ কোরিয়ার বস্তি এলাকায় আগুন

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি বস্তি এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার শহরে আগুন লাগার পর প্রায় ৫০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ সিউলের গুরিয়ং গ্রামে সকাল ৬টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এলাকাটিতে প্রায় ৬৬০টি পরিবার বাস করতো। 
এক হাজার ৭০০ বর্গমিটার এলাকার প্রায় ৪০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ২৯০ জন দমকলকর্মী, ১০টি হেলিকপ্টার এবং পুলিশ কর্মকর্তাদের আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং-মিন কর্মকর্তাদের ক্ষতি রোধ করতে এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের রক্ষা করার নির্দেশ দিয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

গুরিয়ং হচ্ছে দক্ষিণ কোরিয়ার শেষ বস্তিগুলোর মধ্যে একটি। এলাকাটির অনেক বাড়িঘর কার্ডবোর্ড ও কাঠ দিয়ে তৈরি। নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি নিয়েই এলাকাটিতে বাসিন্দারা বসবাস করেন। ভূমি মালিক, বাসিন্দা ও কর্তৃপক্ষের মধ্যকার দ্বন্দ্বের কারণে এখানে উন্নয়ন প্রকল্প চালানো যাচ্ছে না।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়