ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সিট বেল্ট না বাঁধার ভিডিও তদন্ত করছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ২০ জানুয়ারি ২০২৩  
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সিট বেল্ট না বাঁধার ভিডিও তদন্ত করছে পুলিশ

ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাককে সিটবেল্ট ছাড়া গাড়িতে চড়তে দেখার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রধানমন্ত্রীর ট্রাফিক আইন ভাঙ্গার এই ভিডিও খতিয়ে দেখছে ব্রিটিশ পুলিশ। 

রয়টার্স জানিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী রিশি সুনাক।

বৃহস্পতিবার ইংল্যান্ডের উত্তরে ল্যাঙ্কাশায়ারে ভ্রমণের সময় গাড়ির পেছনে সিট বেল্ট না বেঁধে বসা সুনাক একটি ভিডিওতে তার সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর নীতি বিষয়ে কথা বলছিলেন।

যুক্তরাজ্যে সিট বেল্ট না বেঁধে গাড়িতে বসলে বা চালালে ৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

ল্যাঙ্কাশায়ার পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, কর্তৃপক্ষ ‘বিষয়টি সম্পর্কে অবগত এবং আমরা এটি খতিয়ে দেখব।’

প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন সুনাক ‘এটি যে ভুল ছিল সুনাক তা স্বীকার করেছেন এবং তিনি ক্ষমাপ্রার্থী। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, প্রত্যেকের সিটবেল্ট পরা উচিত।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়