ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ১১ মার্চ ২০২৩   আপডেট: ১৯:৪১, ১১ মার্চ ২০২৩
চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

চীনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ৬৩ বছর বয়সী লি কিয়াং। প্রেসিডেন্ট শি জিনপিং এ নিয়োগ দিয়েছেন বলে শনিবার সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।

বর্তমান প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হবেন লি কিয়াং। ২০১৩ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন লি কেকিয়াং। আশা করা হয়েছিল, তিনি উদার সংস্কারের সূচনা করবেন। কিন্তু শি জিনপিং তার ক্ষমতা সীমিত করেছিলেন। জিনপিং ক্রমশ লি কেকিয়াংকে দূরে সরিয়ে দিয়েছিলেন এবং মিত্রদেরকে তার উপর গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে বসিয়েছিলেন।

আরো পড়ুন:

শি-এর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত লি কিয়াং। তিনি ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে জিনপিংয়ের চিফ অফ স্টাফ হিসাবে কাজ করেছিলেন। ওই সময় শি পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশে পার্টির সেক্রেটারি ছিলেন।

প্রতি পাঁচ বছর পর অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সময় পলিটব্যুরোর স্থায়ী কমিটির দুই নম্বর ভূমিকায় লি কিয়াংকে নিযুক্ত করা হয়। অক্টোবরে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের পথ সুগম করা হয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়